AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘বিছানায় অক্ষয় ঘুমোচ্ছে, কোনও হুশ নেই…’, মেনোপজ নিয়ে মুখ খুললেন টুইঙ্কল খান্না

মেনোপজ হওয়া মানেই মেয়েদের ইস্ট্রোজেন হরমোনের ক্ষরণ কমে যায়। এর ফলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হতে পারে যা থেকে বাতের ব্যথা ভোগায়, মুড সুইয়িং হয়। টুইঙ্কল জানান, তাঁর মাঝেমাঝেই মারাত্মক গরম লাগতে শুরু করে। রাতে হঠাৎ করে ঘামতে শুরু করেন তিনি। তাঁর দাবি, চামড়াও নাকি ধীরে ধীরে পাতলা হয়ে যাচ্ছে। থুতনির তলায় রোম গজাচ্ছে।

'বিছানায় অক্ষয় ঘুমোচ্ছে, কোনও হুশ নেই...', মেনোপজ নিয়ে মুখ খুললেন টুইঙ্কল খান্না
| Updated on: Nov 10, 2025 | 4:07 PM
Share

সদ্য ৫০- এ পা দিয়েছেন টুইঙ্কল খান্না। চলতি বছরই বন্ধ হয়েছে তাঁর ঋতুচক্র। আর যার ফলে টুইঙ্কলের শরীরে চলছে নানা পরিবর্তন। রোজই নানা নতুন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছেন মিসেস ফানি বোনস। সম্প্রতি তাঁর এই অভিজ্ঞতা নিয়ে কলম ধরলেন টুইঙ্কল। স্পষ্ট জানালেন, পুরুষদের খুব হিংসা হয়, হরমোন তাঁদের ছেড়ে যায় না।

মেনোপজ হওয়া মানেই মেয়েদের ইস্ট্রোজেন হরমোনের ক্ষরণ কমে যায়। এর ফলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হতে পারে যা থেকে বাতের ব্যথা ভোগায়, মুড সুইয়িং হয়। টুইঙ্কল জানান, তাঁর মাঝেমাঝেই মারাত্মক গরম লাগতে শুরু করে। রাতে হঠাৎ করে ঘামতে শুরু করেন তিনি। তাঁর দাবি, চামড়াও নাকি ধীরে ধীরে পাতলা হয়ে যাচ্ছে। থুতনির তলায় রোম গজাচ্ছে।

টুইঙ্কলের কথায়, তাঁর শরীরে যখন নানা পরিবর্তন আসছে, তখন অক্ষয়ের নাকি তেমন হুঁশ নেই। টুইঙ্কল আরও বলেন, ”মাথার উপর বাড়ি ভেঙে পড়ে কিংবা কুকর চিৎকার করে অথবা ছট পুজোর সৈকতে জোরে জোর বাজি ফাটে তাও ওর ঘুম ভাঙবে না। আমার অবস্থা হয়েছে আইআইআটি থেকে স্নাতক করা ছেলেমেয়েদের মতো। যাঁরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সিলিকন ভ্যালিতে।”

টুইঙ্কল খান্না ও অক্ষয় কুমারের দাম্পত্যের বয়স ২৪ বছর। তাঁদের প্রেমপর্বর গল্প, সেভাবে জনপ্রিয় নয় বলিউডে। কারণ, তাঁরা প্রেম করেছেন গোপনে, আর টুক করে বিয়ে। নিজের দাম্পত্যকে বরাবরই প্রাইভেটই রেখেছেন অক্ষয় ও টুইঙ্কল। তবে নানা টক শোয়ে এসে, টুকটাক টুইঙ্কল যা বলেছেন, তাতে প্রমাণ হয় অক্ষয় ও টুইঙ্কলের সংসার একেবারে হালকা-ফুলকা, মজায় ভরা। আর তাঁর ইঙ্গিত পাওয়া যায় টুইঙ্কলের লেখা বইতেও।