
বড় গোঁফ, প্রকাণ্ড পাগড়ি, আর পেল্লায় দেহ। রাতের অন্ধকারে টগবগ টগবগ ঘোড়ার খুরের শব্দ, হাতে জ্বলন্ত মশাল। আজও এই ছবিটা চোখের সামনে ভেসে উঠলে বাঙালির ছোটবেলার ভয়-মাখা গল্প মনে পড়ে—চরিত্রের নাম রঘু ডাকাত। বাঙালির লোককথা ও লোক-ইতিহাসের এক অবিচ্ছেদ্য চরিত্র এই রঘু, কিন্তু তিনি কি ব্রিটিশ-শাসিত বাংলায় দাপিয়ে বেড়ানো রক্ত-মাংসের একজন মানুষ ছিলেন? নাকি রঘু ডাকাত পাঁচকড়ি দে’র খোঁচায় জন্ম নেওয়া একজন কাল্পনিক চরিত্র মাত্র? সালটা ২০২৫, হলে মুক্তি পেল ‘রঘু ডাকাত’। নাম ভূমিকায় দেব। রিল থেকে রিয়েলে যেতে একটু পিছিয়ে যেতে হবে। সময়টা অষ্টাদশ শতকের শেষ ভাগ। একদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঔপনিবেশিক শাসন, অন্যদিকে নীলকর সাহেবদের অত্যাচার। এই সময়েই বাংলার মাঠে-ঘাটে একটি নাম আতঙ্কের জন্ম দিত—রঘু ডাকাত। রঘু ডাকাত কি শুধুই সাহিত্যের কল্পনায় বেঁচে আছেন, নাকি ইতিহাসের পাতায় তাঁর উপস্থিতি একেবারে স্পষ্ট? ...