কলকাতা চলচ্চিত্র উত্‍সবে আসছেন না অমিতাভ, শাহরুখ! উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন কারা?

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Nov 29, 2024 | 6:54 PM

KIFF: বাকি নেই আর এক সপ্তাহও। ৪ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে কলকাতা চলচ্চিত্র উত্‍সব (কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল)। ৩০ তম বর্ষে পা দিতে চলেছে কলকাতা ফিল্ম ফেস্টিভ্য়াল। প্রতি বছরই পশ্চিমবঙ্গ সরকারের তরফে বিশাল বড় করে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের KIFF-এর উদ্বোধনী অনুষ্ঠানের দিকে চোখ থাকে সবার।

কলকাতা চলচ্চিত্র উত্‍সবে আসছেন না অমিতাভ, শাহরুখ! উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন কারা?

Follow Us

বাকি নেই আর এক সপ্তাহও। ৪ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে কলকাতা চলচ্চিত্র উত্‍সব (কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল)। ৩০ তম বর্ষে পা দিতে চলেছে কলকাতা ফিল্ম ফেস্টিভ্য়াল। প্রতি বছরই পশ্চিমবঙ্গ সরকারের তরফে বিশাল বড় করে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের KIFF-এর উদ্বোধনী অনুষ্ঠানের দিকে চোখ থাকে সবার। এই বছরও যে তার অন্যথা হচ্ছে না তা আন্দাজ করা যায়। ইতিমধ্যেই নন্দন চত্বর সেজে উঠেছে। চলতি বছরের সিনে উত্‍সবের মন্ত্র হল ‘বাংলার মাটিতে বিশ্বের ছবি।’যেহেতু এবার ৩০ তম বর্ষে পা দেবে এই সিনে উত্‍সব তাই জাঁকজমকও রয়েছে অনেক।

প্রতি বছরই কলকাতা চলচ্চিত্র উত্‍সবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির আসনে দেখা যায় শাহরুখ খান, অমিতাভ বচ্চন-সহ আরও অনেককে। এই বছরও কি দেখা যাবে তাঁদের? টলিপাড়ার অন্দরের ফিসফাস এই বার নাকি আসছেন না বলিপাড়ার বিগ বি থেকে বাদশার কেউই। তাহলে বিশেষ অতিথির তালিকায় দেখা যাবে কাদের? শোনা যাচ্ছে, উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে দেখা যেতে পারে শাবানা আজমি, জাভেদ আখতার এবং অভিনেতা তথা রাজ্যের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহাকে। এছাড়াও ৫ ডিসেম্বর আসতে পারেন বিদ্যা বালান।

অন্দরের খবর, চলতি বছরে চলচ্চিত্র উত্‍সবের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ধনধান্য প্রেক্ষাগৃহে। তপন সিনহা পরিচালিত ‘গল্প হলেও সত্যি’ ছবিটি দেখানো হবে উদ্বোধনী ছবি হিসাবে। এই বারের সিনে উত্‍সবের কেন্দ্রবিন্দুতে রয়েছে ফ্রান্স। তাই বেশ কিছু ফরাসি পরিচালকদের ছবি দেখানো হবে এই উত্‍সবে। শতবর্ষ শ্রদ্ধার্ঘ তালিকাও লম্বা। সেই তালিকায় রয়েছেন তপন সিনহা, মার্লন ব্র্যান্ডো, মার্সেলো মাস্ত্রোইয়ানি, হরিসাধন দাশগুপ্ত, অরুন্ধতী দেবী, আক্কেনেনি নাদেশ্বরা রাও, বংশী চন্দ্রগুপ্ত, মহম্মদ রফি, তলত মহমুদ-সহ আরও অনেকে। এ বছর চলচ্চিত্র উত্‍সবে দেখানো হবে মোট ১৮০ টি ছবি। নন্দন, রবীন্দ্রসদন, শিশিরমঞ্চ ছাড়াও ছবি দেখানো হবে নজরুল তীর্থ, নবীনা, নিউ এম্পেয়ার, রাধা স্টুডিও, অজন্তা সিনেমা, রবীন্দ্র ওকাকুরা ভবন, মেনকা সিনেমা, স্টার থিয়েটার, সাউথ সিটি, কোয়েস্ট মল, মেট্রো সিনেমা, মণি স্কয়্যার পিভিআর, গ্লোব সিনেমায়। ৪ডিসেম্বর শুরু হওয়া এই অনুষ্ঠান চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত।

Next Article