হেমা নয়, প্রথম স্ত্রীর সঙ্গেই থাকছেন ধর্মেন্দ্র! কোন সত্যি সামনে আনলেন ববি?

ধর্মেন্দ্রর দুই বিয়ে, সেই বিষয় কম বেশি সকলেই জানেন, প্রথম স্ত্রী প্রকাশ কৌর ও দ্বিতীয় স্ত্রী হেমা মালিনী। তবে কার সঙ্গে শেষ বয়সে থাকছেন তিনি? একটা সময় যে হেমা মালিনীর সঙ্গে সম্পর্কের জেরে পরিবারে ফাটল ধরেছিল, ছেলেদের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল ধর্মেন্দ্রর, তিনিই শেষ বয়সে স্থির করেন প্রকাশ কৌরের সঙ্গে থাকবেন। 

হেমা নয়, প্রথম স্ত্রীর সঙ্গেই থাকছেন ধর্মেন্দ্র! কোন সত্যি সামনে আনলেন ববি?

| Edited By: জয়িতা চন্দ্র

Oct 14, 2025 | 12:25 PM

বলিউডের প্রবাদপ্রতিম অভিনেতা ধর্মেন্দ্র শুধুমাত্র রুপোলি পর্দায় নয়, বাস্তব জীবনেও নানা কারণে আলোচনা কেন্দ্রে থেকেছেন। দিলীপ কুমার থেকে অমিতাভ বচ্চনের মতো স্টারদের সঙ্গে পাল্লা দেওয়া এই সুপারস্টার সম্প্রতি আবার শিরোনামে এসেছেন পারিবারিক সম্পর্কের সমীকরণের জন্যে। ধর্মেন্দ্রর দুই বিয়ে, সেই বিষয় কম বেশি সকলেই জানেন, প্রথম স্ত্রী প্রকাশ কৌর ও দ্বিতীয় স্ত্রী হেমা মালিনী। তবে কার সঙ্গে শেষ বয়সে থাকছেন তিনি? একটা সময় যে হেমা মালিনীর সঙ্গে সম্পর্কের জেরে পরিবারে ফাটল ধরেছিল, ছেলেদের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল ধর্মেন্দ্রর, তিনিই শেষ বয়সে স্থির করেন প্রকাশ কৌরের সঙ্গে থাকবেন।

সম্প্রতি অভিনেতার ছোট ছেলে ববি দেওল এই প্রসঙ্গে মুখ খোলেন। তাঁর কথায় ধর্মেন্দ্র এখন তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের সঙ্গেই খান্ডালার ফার্মহাউসে থাকছেন। এক সাক্ষাৎকারে ববিকে ধর্মেন্দ্রর সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমার মা, বাবার সঙ্গে আছেন। ওঁরা দু’জনেই এখন খান্ডালার ফার্মহাউসে থাকেন। এখন বয়স হয়েছে, তাই ওখানকার শান্ত পরিবেশ, ভাল খাবার আর আবহাওয়ায় ওঁরা বেশ আরামেই থাকেন। বাবাই তো পুরো জায়গাটাকে একরকম স্বর্গ বানিয়ে ফেলেছেন।”

তবে সম্প্রতিতে মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ধর্মেন্দ্রকে উপস্থিত থাকতে দেখা যাচ্ছে। সেই প্রসঙ্গে ববি আরও জানান, ধর্মেন্দ্র খুবই আবেগপ্রবণ মানুষ। তিনি যা অনুভব করেন, তা-ই প্রকাশ করে ফেলেন সোশ্যাল মিডিয়ায়। “আমি অনেক সময় বাবাকে জিজ্ঞেস করি, কেন এমন কিছু লিখলেন বা বললেন? উনি বলেন—মন থেকে এসেছে, তাই বলেছি। ওঁর মধ্যে একটা শিশুসুলভ আন্তরিকতা আছে, যেটা ওঁকে এতটা আলাদা করে তোলে।”