Patanjali: চুলকানি, দাদ, হাজায় ভুগছেন? এই একটা ট্যাবলেটই সারাতে পারে সব ত্বকের রোগ

Patanjali News: সাধারণভাবে আয়ুর্বেদিক ওষুধ হওয়ায় এই দিব্য ডার্মাগ্রিটের কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তার মধ্যে আবার এই ওষুধ তৈরি হয়েছে আমলা, গিলয়, বহেড়া, হলুদের মতো উপকারী উপাদান দিয়ে। যা ত্বকের যে কোনও রকমের সমস্যা নিরাময়ে সাহায্য় করে। সর্বোপরি হলুদ নিজে এমন একটা উপাদান যা চিরকাল ত্বকের সমস্যা কমাতে ঘরোয়া টোটকা হিসাবে কাজ করেছে।

Patanjali: চুলকানি, দাদ, হাজায় ভুগছেন? এই একটা ট্যাবলেটই সারাতে পারে সব ত্বকের রোগ
প্রতীকী ছবিImage Credit source: Getty Image

| Edited By: Avra Chattopadhyay

Oct 23, 2025 | 7:26 PM

নয়াদিল্লি: ত্বকের সমস্যা নিরাময়ে ‘ওস্তাদ’ পতঞ্জলি, বলছে রিপোর্ট। রামদেবের সংস্থার তৈরি দিব্য ডার্মাগ্রিট সারিয়ে ফেলছে যে কোনও রকমের ত্বকের রোগ। সে র‌্যাশ বোক বা চুলকানি। দাদ হোক বা কোনও রকমের অ্যালার্জি। নিরাময়ের পথ দেখাচ্ছে পতঞ্জলি, দাবি গবেষকদের।

কীভাবে উপকারী হয়ে উঠল এই ওষুধ?

সাধারণভাবে আয়ুর্বেদিক ওষুধ হওয়ায় এই দিব্য ডার্মাগ্রিটের কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তার মধ্যে আবার এই ওষুধ তৈরি হয়েছে আমলা, গিলয়, বহেড়া, হলুদের মতো উপকারী উপাদান দিয়ে। যা ত্বকের যে কোনও রকমের সমস্যা নিরাময়ে সাহায্য় করে। সর্বোপরি হলুদ নিজে এমন একটা উপাদান যা চিরকাল ত্বকের সমস্যা কমাতে ঘরোয়া টোটকা হিসাবে কাজ করেছে। আমলা পেটের জন্য ভাল। আর পেট ভাল থাকলে, শরীরে কোনও সমস্যা থাকবে না বললেই চলে।

তা হলে এই ওষুধ কী আপনার ব্যবহার করা উচিত?

বিশেষজ্ঞদের মতে, আয়ুর্বেদিক ওষুধের কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। কিন্তু দিনশেষে সেটাও এক ধরনের ওষুধ। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনওই তা ব্যবহার করা উচিত নয়। এছাড়াও পতঞ্জলি বলছে, শিশু ও গর্ভবতী মহিলাদের জন্য ডাক্তারি অনুমোদন প্রয়োজন।

ডাক্তার অনুমোদন করলে কীভাবে খাবেন?

এই দিব্য ডার্মাগ্রিট ট্যাবলেট আকারে বিক্রি হয়ে থাকে। পতঞ্জলি জানিয়েছে, যে কোনও শুষ্ক ও শীতল জায়গায় এই ওষুধ রাখতে হবে। তা হলে এটির গুণমান ভাল থাকবে। এছাড়াও, কেউ যদি চিকিৎসকের অনুমতি নিয়ে এই ওষুধ খাওয়া শুরু করেন, সেক্ষেত্রে তাঁকে দিনে দু’বার ১টি বা দু’টি ট্যাবলেট রোগের পরিস্থিতি নিরিখে খেতে হবে।