CoWIN অ্যাপে সমস্যা! সহজে ও দ্রুত রেজিস্ট্রেশন করতে এই ২ অ্যাপে ট্রাই করুন

আগামী ১ মে থেকে সারা দেশজুড়ে শুরু হচ্ছে তৃতীয় দফার করোনা টিকাকরণ। এই দফায় টিকা পাবেন ১৮ থেকে ৪৪ বছর বয়সীরা।

CoWIN অ্যাপে সমস্যা! সহজে ও দ্রুত রেজিস্ট্রেশন করতে এই ২ অ্যাপে ট্রাই করুন
ফাইল ছবি
Follow Us:
| Updated on: Apr 30, 2021 | 8:58 PM

সংক্রমণের দ্বিতীয় সুনামি আছড়ে পড়তেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। অন্যদিকে দেশের সব হাসপাতালে দেখা দিয়েছে অক্সিজেনের আকাল। নেই বেডও। এই কঠিন পরিস্থিতিতে তৃতীয় দফার টিকা নিতে অনলাইনে হুড়োহুড়ি পড়ে গিয়েছে।

দেশে তৃতীয় দফার টিকাকরণের জন্য শুরু হয়েছে রেজিস্ট্রেশন বা নথিভুক্তকরণের পদ্ধতি। বিকেল ৪টের পর থেকে রেজিস্ট্রেশনের জন্য কো-উইন অ্যাপ (CoWIN portal) খুলে দেওয়ার পর থেকেই অ্যাপের সার্ভার বিকল হয়ে যায়। শুরুতেই এক সংখ্যক বেশি মানুষ রেজিস্টার করতে শুরু করে, তার জেরে মোবাইলে ওটিপি (OTP) আসার সমস্যা শুরু হয়। হাসপাতাল খুঁজে পেতেও বহু মানুষকে বেগ পেতে হয়। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমস্যার কথা জানিয়ে ভাইরাল হয়ে যায়। তবে দ্বিতীয়বারের জন্য রেজিস্ট্রেশন করতে গেলে অ্যাপে ফের লগ ইন করে ওটিপি ও ব্যক্তিগত তথ্য রেজিস্টার করতে হবে। কো-উইন পোর্টাল ছাড়াও সরকারি আরও দুটি অ্যাপ রয়েছে, আরোগ্য সেতু ( Aarogya Setu) ও উমাং অ্যাপ (UMANG app) যেখানে আপনি খুব সহজেই টিকা নেওয়ার স্লট ও হাসপাতাল বেছে নিতে পারবেন।

কীভাবে আরোগ্য সেতু অ্যাপে রেজিস্টার করবেন, দেখে নিন এখানে

– প্রথমে আরোগ্য সেতু অ্যাপটি মোবাইলে ইনস্টল করুন। অ্যাপ লগইন করে হোমপেজে ‘কো-উইন’ (CoWIN) ট্যাবে যান।

– ‘কোউইন’ অপশনের নীচে ‘ভ্যাকসিনেশন'( vaccination)-এ গিয়ে ট্যাপ করুন। তারপর ‘রেজিস্টার নাও’ (Register Now) বলে অপশনে ক্লিক করুন।

– সেখানে বেশ কিছু লেকার অপশন আসবে। মোবাইল নম্বর দেওয়ার জায়গায় নম্বরটি লিখুন। তারপর ‘প্রসেসড টু ভেরিফাই’ (proceed to verify) অপশনে ক্লিক করুন। কয়েক সেকেন্ডের মধ্যেই ওটিপি (OTP) চলে আসবে আপনার নির্দিষ্ট মোবাইলে। সেটি দিন। আবার ‘প্রসেসড টু ভেরিফাই’-এ ক্লিক করুন।

– মোবাইল নম্বর ভেরিফিকেশনের পর আপনার ফটো আইডি আপলোড করতে হবে।

– আপনার বয়স, লিঙ্গ ও জন্মতারিখ টাইপ করতে হবে।

– কতজনের টিকাকরণ হবে, তার একটি অপশন থাকবে। কমপক্ষে ৪ জনের বেশি রেজিস্টার করতে পারবেন না।

– কোথায় ভ্যাকসিন নেবেন, সেই রাজ্যের মধ্যে কোন শহরের হাসপাতালে কখন স্লট নেবেন তা বেছে নিন। তারপর পদ্ধতি শেষ হলে বুক (Book) অপশনে গিয়ে সিলেক্ট করুন।

– আপনার রেজিস্ট্রেশন পদ্ধতিটি সঠিক হলে মোবাইলে মেসেজ চলে আসবে।

UMANG অ্যাপে কীভাবে রেজিস্টার করবেন, দেখে নিন

– UMANG অ্যাপ ডাউনলোড করে হোমপেজে গিয়ে ‘CoWIN’ অপশনে যান। – তারপর ‘রেজিস্টার অর লগ ইন ফর ভ্যাকসিনেশন’-এ গিয়ে ক্লিক করুন। – মোবাইল নম্বর দিয়ে ‘সাবমিট’ অপশন সিলেক্ট করুন। – মোবাইলে ‘ওটিপি’ এলে তা দিয়ে ‘ভেরিফাই ওটিপি’-তে ক্লিক করুন। – ফটো ‘আইডি প্রফ’ সিলেক্ট করে তাতে আইডি নম্বর, লিঙ্গ, বয়স, জন্মতারিখ লিখে ‘সাবমিট’ করুন। – নিচেই রয়েছে ‘ওকে’ বাটন। ক্লিক করুন। – এখানেও চারজনের রেজিস্ট্রেশন করাতে হলে ‘অ্যাড মোর’ বাটন প্রেস করুন। – এরপর ‘সিডিউল অ্যাপয়েন্টমেন্ট’ বাটন সিলেক্ট করুন। সেখানে কোথায় ভ্যাকসিন নেবেন, সেই কেন্দ্র বেছে নিতে পারবেন এখানে। পিনকোড দিয়ে সার্চ করতে পারেন। কবে টিকা নিতে পারবেন, সেই তারিখও সিলেক্ট করার সুবিধা রয়েছে। – গোটা পদ্ধতিটি হলে অ্যাপয়েন্টমেন্ট ‘কনফার্ম’ করুন। এরপর ফোনে মেসেজ চলে আসবে।