
নয়াদিল্লি: বৃদ্ধ বয়সে গাঁটে গাঁটে ব্যথা, হাড়ের নানা রোগ। কিন্তু এই সমস্যা সময়ের কালে যে শুধু বৃদ্ধ বয়সের মানুষদের মধ্যে সীমিত রয়েছে এমনটা নয়। বেহিসাবী জীবন কোথাও গিয়ে হাড়ের সমস্যা টেনে এনেছে মধ্যবয়সীদের মধ্যে। ত্রিশ-চল্লিশে পা দেওয়া মানেই এই সকল জ্বালা জীবনে শুরু হয়ে গেল।
এই পরিস্থিতিতে একটু শান্তির উপায় কী? পতঞ্জলি দিতে পারে গাঁটে ব্যথা থেকে রেহাই। তাদের পিদন্তক তেল এনেছে যুগান্তকারী পরিবর্তন। সংস্থার দাবি, এই তেল তৈরি হয়েছে একেবারে আয়ুর্বেদিক উপায়ে। যা যে কোনও রকমের ব্যথাকে নিমিষে দূর করতে সক্ষম। এই তেলের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা হাড়ের মধ্য়ে লুকিয়ে থাকা বেদনাকে উধাও করে দেয়। বিশেষ করে এই তেল অশ্বগন্ধা দিয়ে তৈরি হওয়ার এটি পেশীকে দৃঢ় করে। এছাড়াও এই তেলে রয়েছে মানঝিৎ যা রক্ত চলাচল বৃদ্ধি করে। গাঁটের মধ্য়ে লুকিয়ে থাকা টক্সিসিটি কমায়। এই তেল তৈরিতে তিল একটি বিশেষ উপাদান হিসাবে কাজ করছে। পতঞ্জলির কর্মকর্তারা জানিয়েছেন, তিলের বহু গুণ। তাই এই তেল তিল ছাড়া সম্ভব ছিল না। বিশেষ করে পেশিতে শক্তি প্রদানে তিল অন্য়তম। এছাড়াও রোগী শরীরে ওমেগা-৩ বৃদ্ধি করতে ও হাড় মজবুত রাখতে এই তেলে মেশানো হয়েছে তিসির তেল।
কীভাবে এই তেল ব্যবহার করবেন?