Corona Update: দেহে অক্সিজেনের মাত্রা ৬০-র নীচে, ১২ ঘন্টায় ৬ হাসপাতাল ঘুরেও অমিল চিকিৎসা

দেহে অক্সিজেন মাত্রা ৬০-র নীচে নেমে যাওয়ায় করা হয় কোভিড টেস্ট। যদিও রিপোর্ট নেগেটিভ আসায় রোগিণীকে ফিরিয়ে দেয় বেসরকারি হাসপাতাল।

  • TV9 Bangla
  • Published On - 9:34 AM, 28 Apr 2021

বিপদসীমার উপর দিয়ে বইছে কোভিডের (Covid) দ্বিতীয় ঢেউ। এমতাবস্থায় চরমে নাগরিকদের দুর্দশা।

শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় স্ত্রীকে নিয়ে হাসপাতালে রওনা দেন স্বামী। কিন্তু ১২ ঘন্টায় ৬ হাসপাতালে ঘুরেও মেলেনি চিকিৎসা!

দেহে অক্সিজেন (Oxygen Shortage) মাত্রা ৬০-র নীচে নেমে যাওয়ায় করা হয় কোভিড টেস্ট। যদিও রিপোর্ট নেগেটিভ আসায় রোগিণীকে ফিরিয়ে দেয় বেসরকারি হাসপাতাল।