১০ মিনিট লেটে ১০০টা উঠবস! শাস্তি পেয়েই শেষ হয়ে গেল কিশোরীর জীবন?

Student Death: জানা গিয়েছে, গত ৮ নভেম্বর ওই কিশোরীর স্কুলে ঢুকতে ১০ মিনিট দেরি হয়। তাঁর সঙ্গে আরও কয়েকজন পড়ুয়ার ঢুকতে দেরি হয়েছিল। ক্লাস টিচার তাঁদের শাস্তি হিসাবে ১০০ বার উঠবস করতে বলেন। কিশোরীর পরিবারের দাবি, ওই শাস্তি পেয়েই ছাত্রী অসুস্থ হয়ে পড়ে।

১০ মিনিট লেটে ১০০টা উঠবস! শাস্তি পেয়েই শেষ হয়ে গেল কিশোরীর জীবন?
প্রতীকী চিত্র।Image Credit source: Pixabay

|

Nov 16, 2025 | 12:51 PM

মুম্বই: স্কুলে আসতে দেরি হয়ে গিয়েছিল। ১০ মিনিট দেরি হওয়ায় ১০০ বার উঠবস করার শাস্তি দিয়েছিলেন শিক্ষক। এই শাস্তির জেরেই মৃত্যু হল ১৩ বছরের কিশোরীর। দাবি পরিবারের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ভাসাইতে। জানা গিয়েছে, গত ৮ নভেম্বর ওই কিশোরীর স্কুলে ঢুকতে ১০ মিনিট দেরি হয়। তাঁর সঙ্গে আরও কয়েকজন পড়ুয়ার ঢুকতে দেরি হয়েছিল। ক্লাস টিচার তাঁদের শাস্তি হিসাবে ১০০ বার উঠবস করতে বলেন। কিশোরীর পরিবারের দাবি, ওই শাস্তি পেয়েই ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। বাড়ি ফেরার পর তাঁর মাকে জানায় যে ঘাড় থেকে পিঠ পর্যন্ত তীব্র একটা যন্ত্রণা হচ্ছিল। বিকেল হতে হতে তাঁর অবস্থার আরও অবনতি হয়। পিঠে প্রচন্ড যন্ত্রণা হচ্ছিল, এমনকী নড়তেও পারছিল না কিশোরী।

এদিকে, কিশোরীর মৃত্যুর পরই পুলিশে দুর্ঘটনাবশত মৃত্য়ুর মামলা দায়ের করা হয়। এখনও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া যায়নি। স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যদি ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা থাকে যে শাস্তির জন্যই ওই ছাত্রীর মৃত্যু হয়েছে, তাহলে স্কুল যাবতীয় দায় নেবে। ভাসাইয়ের শিক্ষা আধিকারিক জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু করা হয়েছে।