Corona Daily Update : গত এক সপ্তাহে সর্বনিম্ন করোনা সংক্রমণ, দেশে ২৪ ঘণ্টায় করোনার বলি ১৯

Corona Daily Update : দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৮৬ জন। আর দেশে করোনা করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১৯ জন।

Corona Daily Update : গত এক সপ্তাহে সর্বনিম্ন করোনা সংক্রমণ, দেশে ২৪ ঘণ্টায় করোনার বলি ১৯
ছবি সৌজন্যে : PTI
Follow Us:
| Edited By: | Updated on: Jul 05, 2022 | 11:02 AM

নয়া দিল্লি : মে মাসের শেষের দিক থেকেই ক্রমশ ঊর্ধ্বমুখী ছিল করোনা গ্রাফ। তবে মঙ্গলবার কিছুটা স্বস্তি মিলেছে করোনা সংক্রমণে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক দ্বারা প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৮৬ জন। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ১.১৪ লক্ষ। গতকালের থেকে ১৮ শতাংশ কমেছে করোনা আক্রান্তের সংখ্যা। আগের দিন দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৬ হাজার ১৩৫। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১৯ জন। মৃতের সংখ্যাতেও কিছুটা পতন দেখা গিয়েছে। গত পাঁচ মাসে এই প্রথম ঝাড়খণ্ডের রাঁচিতে প্রথম মৃতের খবর মিলেছে।

রাজ্য়ের করোনা সংক্রমণের পরিস্থিতি :

সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কেরল। সেখানে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩২২ জনের দেহে করোনা ভাইরাসের হদিশ মিলেছে। এর পরেই রয়েছে তামিলনাড়ু। সেখানে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৫৪ জন। আক্রান্তের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। সেখানে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫১৫ জন। এর মধ্যে শুধু মুম্বইতেই আক্রান্ত হয়েছেন ৪৩১ জন।

বাংলায় করোনা পরিস্থিতি :

সোমবার পশ্চিমবঙ্গে দৈনিক করোনা সংক্রান্তের সংখ্য়া ছিল ১ হাজার ১৩২। রবিবার আক্রান্তের সংখ্য়ার নিরিখে সোমবার সংখ্যাটা কিছুটা কমেছে। তবে বাংলায় নমুনা পরীক্ষার সংখ্যাও কমে গিয়েছে। গত শনিবার যেখানে ১২ হাজার ৯২১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল সেখানে রবিবার নমুনা পরীক্ষা নেমে দাঁড়ায় ৭ হাজার ৪৭৮। যার প্রতিফলন দেখা গিয়েছে সোমবারের করোনা বুলেটিনে। আক্রান্তের সংখ্যা কমলেও পজ়িটিভিটি রেট কিন্তু রবিবারের তুলনায় বেড়েছে। ফলে বাংলায় করোনার চোখ রাঙানি কিন্তু কমেনি।