TV9 বাংলা ডিজিটাল: জম্মু-কাশ্মীরে (Jammu-Kashmir) কোনওদিনই ৩৭০ অনুচ্ছেদ (Article 370) ফিরবে না, একথা সরাসরি জানিয়ে দিলেন বিজেপির সর্বভারতীয় মুখপাত্র শাহনাওয়াজ হুসেন (Shahnawaz Hussain)। আসন্ন জেলা উন্নয়ন পরিষদের নির্বাচনের (District Development Councils Poll) ফলের উপর ভিত্তি করে গতবছর ৫ অগস্ট জম্মু-কাশ্মীর থেকে যে ৩৭০ অনুচ্ছেদ তুলে নিয়ে বিশেষ মর্যাদা তুলে নেওয়া হয়, সেই সিদ্ধান্ত বদলের জন্য গণভোট (Referendum) হওয়ার কথাও ভুয়ো বলে উড়িয়ে দেন তিনি।
এক সাংবাদিক বৈঠকে শাহনাওয়াজ (BJP national spokesperson) বলেন,”যখন কেউ মারা যান, তখন তিনি আর কখনও ফেরেন না, একথাই আমরা বিশ্বাস করি। একইভাবে ৩৭০ অনুচ্ছেদও মাটি চাপা পড়ে গিয়েছে এবং তা আর কখনোই ফিরবে না। পৃথিবীর কোনও শক্তিই এই ধারাকে ফিরিয়ে আনতে সাহায্য করবে না।”
জেলা উন্নয়ন পরিষদের নির্বাচনে বিজেপির হার হলে, তা কাশ্মীরবাসী যে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপকে ভালোভাবে মেনে নেয়নি, সেটিই বোঝাবে কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন,”এটা কোনও গণভোট নয়। স্থানীয় ইস্যু নিয়ে এটি একটি স্থানীয় নির্বাচন। এটি জাতীয় রাজনীতির বিষয় নয়।”
পিপলস ডেমোক্রাটিক পার্টি (PDP)-র প্রেসিডেন্ট মেহবুবা মুফতি (Mehbooba Mufti) ও ফারুক আবদুল্লার (Farooq Abdullah) দল “গুপকর জোট” (Gupkar alliance) নামে একত্রিত হয়ে সাধারণ মানুষকে ভুল পথে চালিত করার চেষ্টা করছে বলে অভিযোগ আনেন তিনি। বলেন,”এরা মানুষকে স্বপ্ন দেখাচ্ছে ও ভুল পথে চালিত করছে। এর থেকে বড় মিথ্যা আর কিছু হতে পারে না। এরা সেই নেতারাই, যারা ৩৭০ অনুচ্ছেদ বিলোপ করা যাবে না বলে দাবি করেছিল। তারা বলেছিল, বিশেষ মর্যাদা কেড়ে নিলে জম্মু-কাশ্মীরের কেউ তেরঙ্গা ওড়াবে না। অথচ এখন মানুষ বিনা অভিযোগেই তেরঙ্গা ওড়াচ্ছেন।” একইসঙ্গে দুই বিরোধী নেতৃত্বকেই কটাক্ষ করে তিনি বলেন,”দুজনই কেন্দ্র সঙ্গে বিভিন্ন সময়ে কাজ করেছেন। একজন জাতীয় পতাকাকে স্যালুট করে ও অন্যজন সংসদে ভারত মাতা কি জয় স্লোগান দিয়ে।”
২০১৯-র ৫ অগস্ট সংবিধানে পরিবর্তন আনার বৈধতার উপর প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে (Supreme Court) যে আবেদন জমা পড়েছে, তার প্রেক্ষিতে তিনি জানান, বিশ্বের কোনও ক্ষমতাই সংবিধানে ৩৭০ অনুচ্ছেদ ফিরিয়ে আনতে পারবে না। সম্প্রতি জম্মু-কাশ্মীরের নির্বাচনে নজরদারির দায়িত্ব পেয়েছেন শাহনাওয়াজ হুসেন, তিনি জম্মু-কাশ্মীরবাসীকে আশ্বস্ত করে বলেন,”নিজেদের জমি নিয়ে ভয় পাওয়ার কোনও কারণ নেই জম্মু-কাশ্মীরবাসীর। এগুলি সবই পরিকল্পিত প্রচার। গুজ্জর ও বাকারওয়াল গোষ্ঠীর অধিকারও সুরক্ষিত হবে।”
আরও পড়ুন: খুঁজতে হবে বিকল্প শক্তি, দু’দশকের মধ্যেই বৃহত্তম অর্থনীতির একটি হয়ে উঠবে দেশ: মুকেশ আম্বানী
“গুপকর গ্যাং”-কে কটাক্ষ করে বিজেপি মুখপাত্র বলেন,”যদি তাদের পরিবার ছাড়া অন্য কেউ উপকৃত হত, তবে তারা জনপ্রিয় হতেন। তারা কাশ্মীরেও মুক্তভাবে ঘোরাফেরা করতে পারে না কারণ সাধারণ মানুষের মনে তাদের জন্য নানা প্রশ্ন রয়েছে।”
জেলা উন্নয়ন পরিষদের নির্বাচন নিয়ে তিনি বলেন,”গোটা দেশের মতো কাশ্মীরেও পদ্ম ফুটবে। কাশ্মীরের রাজনৈতিক দলগুলি সাধারণ কাশ্মীরীদের বেড়ে ওঠার কোনও সুযোগ দেয়নি কিন্তু বিজেপি তাদের এই সুযোগ দেবে।” জম্মু-কাশ্মীরের মানুষদের সমর্থন চেয়ে তিনি বলেন,”আমরা জম্মু-কাশ্মীরের জনগণকে নিয়ে চিন্তিত। আমরা উন্নয়ন আনব, যা এখানের মানুষের অধিকার এবং তারা এই অধিকার পাবেন। জম্মু-কাশ্মীর উন্নয়নের এক নতুন ভোর দেখবে,যার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বিজেপিকে একটা সুযোগ দিন এবং ঈশ্বরের আশীর্বাদে আপনাদের প্রত্যাশা পূরণ করব আমরা। ”
আরও পড়ুন: ৯ মাস ধরে ফাঁকা ছিল ত্রিপুরার শীর্ষ পুলিস কর্তার পদ, অবশেষে নিযুক্ত হলেন ভিএস যাদব