Heterologous Covid-19 Booster Dose : বড় সিদ্ধান্ত কেন্দ্রের, কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে এবার হেটেরোলোগাস বুস্টার ডোজ়ে অনুমোদন

Heterologous Covid-19 Booster Dose : কর্বেভ্যাক্সকে হেটেরোলোগাস কোভিড বুস্টার হিসেবে অনুমোদন দিল কেন্দ্র। এর আগেই জুনে হেটোরোলোগাস বুস্টার ডোজ় হিসেবে অনুমোদন দিয়েছিল ডিসিজিআই।

Heterologous Covid-19 Booster Dose : বড় সিদ্ধান্ত কেন্দ্রের, কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে এবার হেটেরোলোগাস বুস্টার ডোজ়ে অনুমোদন
ছবি সৌজন্যে : PTI
Follow Us:
| Edited By: | Updated on: Aug 10, 2022 | 5:48 PM

নয়া দিল্লি : দেশে বেশ কয়েক মাস আগেই দেশ জুড়ে কোভিডের বুস্টার ডোজ়ের টিকাকরণ শুরু হয়ে গিয়েছে। ১৮ বছরের বেশি সকল নাগরিক বর্তমানে বুস্টার ডোজ় (Booster Dose) নিতে পারবেন। বুস্টার ডোজ়ের তালিকায় আগেই কোভিশিল্ড (Covishield) ও কোভ্যাক্সিন (Covaxine) ছিল। এবার এই দুই টিকার পাশাপাশি বুস্টার ডোজ়ের তালিকায় অন্তর্ভুক্ত হল কর্বেভ্যাক্স টিকা। ১৮ বছরের বেশি বয়সীদের এবার বুস্টার ডোজ় হিসেবে বায়োলজিক্যাল ই-র কর্বেভ্যাক্সকে অনুমোদন দিল কেন্দ্র। যাঁরা কোভিড টিকা হিসেবে কোভিশিল্ড বা কোভ্যাক্সিনের দুটি টিকা নিয়েছেন তাঁরা বুস্টার ডোজ় হিসেবে কর্বেভ্যাক্স (Corbevax) নিতে পারবেন। বুধবার সেই মর্মে হায়দরাবাদ ভিত্তিক ওষুধ প্রস্তুতকারী সংস্থা বায়োলজিক্যাল ই-র কর্বেভ্যাক্সকে অনুমোদন দিল কেন্দ্র।

দেশে কোভিডের দুটি টিকা দেওয়ার পর বুস্টার ডোজ় দেওয়াও শুরু হয়ে গিয়েছে। কোনও ব্যক্তি যদি প্রথম ও দ্বিতীয় কোভিড টাকা হিসেবে কোভিশিল্ড বা কোভ্যাক্সিন নিয়ে থাকেন তাহলে এতদিন তাঁরা সেই নির্দিষ্ট টিকাই বুস্টার ডোজ় হিসেবে নিতে পারতেন। তবে কেন্দ্রের এই অনুমোদনে নাগিরকরা কোভিশিল্ড বা কোভ্যাক্সিন টিকা নিলেও বুস্টার ডোজ় হিসেবে কর্বেভ্যাক্স নিতে পারেন। দেশে এটাই প্রথম ‘মিক্স অ্যান্ড ম্যাচ’ বুস্টার ডোজ়। প্রসঙ্গত, গত জুন মাসেই হেটেরোলোগাস বুস্টার হিসেবে কর্বেভ্যাক্সকে অনুমোদন দিয়েছিল ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল। কোভিশিল্ড বা কোভ্যাক্সিনের দুটি ডোজ় নেওয়ার ছয়মাস বা ২৬ সপ্তাহ পর কর্বেভ্যাক্সের বুস্টার ডোজ় নেওয়া যাবে। ১৮ বছরের বেশি যে কেউ এই টিকা নিতে পারবেন। ‘