Congress Protest : কংগ্রেসের ‘সত্যাগ্রহ’ মিছিল ঘিরে উত্তেজনা রাজধানীতে, আটক রাহুল গান্ধী

Congress Protest : কংগ্রেসের সত্যাগ্রহ প্রতিবাদ মিছিল ঘিরে উত্তজেনা ছড়ায় রাজধানীর রাস্তায়। পুলিশের সঙ্গে কংগ্রেস নেতাদের ধস্তাধস্তির ছবি ধরা পড়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ এদিন একাধিক কংগ্রেস নেতাদের আটক করা হয়েছে।

Congress Protest : কংগ্রেসের 'সত্যাগ্রহ' মিছিল ঘিরে উত্তেজনা রাজধানীতে, আটক রাহুল গান্ধী
ছবি সৌজন্য়ে : PTI
Follow Us:
| Edited By: | Updated on: Jul 26, 2022 | 2:28 PM

নয়া দিল্লি : মঙ্গলবার দ্বিতীয়বারের জন্য ইডির দফতরে হাজিরা দিতে গিয়েছেন কংগ্রেসের সভানেত্রী সনিয়া গান্ধী। তাঁর সঙ্গে গিয়েছেন রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধী বঢরাও। এদিকে ইডি-র জিজ্ঞাসাবাদ ঘিরে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছেন কংগ্রেসের শীর্ষ স্থানীয় নেতা-নেত্রী। এদিন সংসদের গান্ধী মূর্তি থেকে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ মিছিল শুরু করেন কংগ্রেসের সাংসদরা। সেই মিছিলে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। এই প্রতিবাদ মিছিল ঘিরেই রাজধানীতে উত্তেজনার ছবি দেখা গিয়েছে। প্রতিবাদ মিছিল থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আটক করে দিল্লি পুলিশ।

সনিয়ার ইডি জিজ্ঞাসাবাদের বিরোধিতায় কংগ্রেসের বিক্ষোভে উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয় দিল্লিতে। প্রতিবাদ মিছিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ছবি দেখা গিয়েছে কংগ্রেস নেতাদের। সংবাদ সংস্থা এএনআই-র টুইট করা একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ঘিরে ধরেছে দিল্লি পুলিশ। এদিন রাহুল গান্ধীকে আটক করার পাশাপাশি বিজয় চকে কংগ্রেস নেতা রঞ্জিত রঞ্জন, কেসি বেণুগোপাল, মানিক্কাম ঠাকুর, ইমরান প্রতাপগ্রাহি ও কে সুরেশদেরও আটক করা হয়েছে।

কংগ্রেস নেতাদের আটক করে বিজয় চক পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যায়। পুলিশ স্টেশন থেকেই সাংবাদিকদের রাহুল গান্ধী বলেছেন, ‘কংগ্রেসের সব সাংসদরা এখানে এসেছেন। তাঁরা (পুলিশ) আমাদের এখানে প্রতিবাদ করতে দিচ্ছে না। সংসদের ভিতরে আলোচনার সুযোগ নেই। এবং তাঁরা আমাদের গ্রেফতার করছেন।’ এদিকে কংগ্রেসের বর্ষীয়ান নেতা মল্লিকার্জুন খাড়গে বলেছেন, ‘পুলিশের নির্দেশ মেনেই আমরা প্রতিবাদ করছি। বিরোধীদের ধ্বংস করার জন্য ও তাঁদের কণ্ঠ দমিয়ে দেওয়ার জন্য এটা সম্পূর্ণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহের ষড়যন্ত্র। ‘ রাহুল গান্ধী সহ আটক কংগ্রেস নেতাদের কিংসওয়ে পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে বলে সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে। প্রসঙ্গত, ইডি-র জিজ্ঞাসাবাদের বিরুদ্ধে রাজধানী জুড়ে ‘সত্য়াগ্রহ’ (শান্তিপূর্ণ বিক্ষোভের) করার সিদ্ধান্ত নিয়েছিল কংগ্রেস নেতৃত্ব। তবে রাজঘাটে বিক্ষোভ দেখানোর জন্য অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। সেখানে ১৪৪ ধারা জারিও করা হয়েছে বলে জানা গিয়েছে।

ইজরায়েল যেন রাফায় অভিযান চালিয়ে বিপর্যয় না ডেকে আনে!
ইজরায়েল যেন রাফায় অভিযান চালিয়ে বিপর্যয় না ডেকে আনে!
বাংলার সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্তের রচনাকে নিয়ে এ কী মন্তব্য!
বাংলার সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্তের রচনাকে নিয়ে এ কী মন্তব্য!
কেন এ রাজ্যে ঘাঁটি গাড়ে জঙ্গিরা?
কেন এ রাজ্যে ঘাঁটি গাড়ে জঙ্গিরা?
দুনিয়ার সবচেয়ে দামী নির্বাচন, কত খরচ ভোটের বিরিয়ানিতে?
দুনিয়ার সবচেয়ে দামী নির্বাচন, কত খরচ ভোটের বিরিয়ানিতে?
প্রখর রোদে প্রসেনজিতের ব্যাপারে কী বললেন ঋতুপর্ণা?
প্রখর রোদে প্রসেনজিতের ব্যাপারে কী বললেন ঋতুপর্ণা?
মহা ফ্যাসাদে ইমন চক্রবর্তী, পাপ যে বেড়েই চলেছে তাঁর!
মহা ফ্যাসাদে ইমন চক্রবর্তী, পাপ যে বেড়েই চলেছে তাঁর!
বাবা নাকি মা কার মতো দেখতে বিরাট-অনুষ্কার ছেলেকে? প্রত্যক্ষদর্শী জানাচ
বাবা নাকি মা কার মতো দেখতে বিরাট-অনুষ্কার ছেলেকে? প্রত্যক্ষদর্শী জানাচ
ইজরায়েলের টার্গেটে ইরানের পরমাণু কেন্দ্র
ইজরায়েলের টার্গেটে ইরানের পরমাণু কেন্দ্র
১৯৫২ থেকে ২০২৪, গণতন্ত্রের নানা চড়াই-উতরাই, নির্বাচনের নানা অজানা গল্প
১৯৫২ থেকে ২০২৪, গণতন্ত্রের নানা চড়াই-উতরাই, নির্বাচনের নানা অজানা গল্প
পরমাণু কর্মসূচি বন্ধ করার বিবৃতি এনেছিল চিন, আর নিজেরাই তা অমান্য করছে
পরমাণু কর্মসূচি বন্ধ করার বিবৃতি এনেছিল চিন, আর নিজেরাই তা অমান্য করছে