Corona, Omicron Cases West Bengal Live: করোনার থাবা মহিলা ফুটবলে টিমে, আক্রান্ত ২ খেলোয়াড়

| Edited By: | Updated on: Jan 20, 2022 | 2:56 AM

WB Covid Cases Live Updates: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী জানা গিয়েছে দেশে নতুন করে ২ লক্ষ ৮২ হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

Corona, Omicron Cases West Bengal Live: করোনার থাবা মহিলা ফুটবলে টিমে, আক্রান্ত ২ খেলোয়াড়
অলঙ্করণ: অভিজিৎ বিশ্বাস

দেশে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ে উদ্বেগ আরও বাড়াচ্ছে করোনার নতুন ওমিক্রন ভ্যারিয়েন্ট। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী জানা গিয়েছে দেশে নতুন করে ২ লক্ষ ৮২ হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওমিক্রনে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৮ হাজার ৮৯৬১তে। দেশের ২৯ রাজ্যে থাবা বসিয়েছে ওমিক্রন। করোনা ও ওমিক্রন সংক্রান্ত যাবতীয় আপডেট দেখে নিন একনজরে-

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 19 Jan 2022 07:24 PM (IST)

    করোনা পরীক্ষা নিয়ে নতুন নির্দেশিকা কর্ণাটক সরকারের

    করোনা পরীক্ষা নিয়ে কর্ণাটক সরকারের তরফে জারি হল নতুন নির্দেশিকা। পাশাপাশি আইসোলেশ ও কোয়ারেন্টাইন নিয়ে নির্দেশিকায়ও বদল আনা হয়েছে। হোম আইসোলেশনে থাকা করোনা রোগীরা ৭ দিন পরই স্বাভাবিক জীবযাত্রায় ফিরে আসতে পারবেন। নির্দেশিকায় বলা হয়েছে করোনা আক্রান্ত রোগীর যদি একটানা তিনদিন জ্বর না আসে তবে তাঁর আর করোনা পরীক্ষা করানোর প্রয়োজন নেই।

  • 19 Jan 2022 06:26 PM (IST)

    রাজ্যের ৯৫ শতাংশ নাগরিকই করোনা টিকা পেয়ছেন, দাবি যোগীর

    রাজ্যের ৯৫ শতাংশ মানুষই করোনা টিকা পেয়েছেন, এমনটাই দাবি করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ভোটমুখী রাজ্যে যোগী দাবি করেন রাজ্যের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৯৫ শতাংশ করোনা টিকার একটি ডোজ় পেয়েছেন। মুখ্যমন্ত্রা জানিয়েছেন, উত্তর প্রদেশের ৬২ শতাংশ নাগরিক ইতিমধ্যেই টিকা দুটি ডোজ়ই পেয়ে গিয়েছেন।

  • 19 Jan 2022 05:21 PM (IST)

    করোনা আক্রান্ত পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী

    করোনা আক্রান্ত পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল। জানা গিয়েছে ৯৪ বছর বয়সী অকালি দলের প্রধানকে লুধিয়ানার দয়ানন্দ মেডিক্যাল কলেজের হিরো হার্ট ইনস্টিটিউট নামক হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশে করোনার বাড়তি সংক্রমণের হারে মধ্যেই ভোট মুখী পঞ্জাবে রাজনৈতিক সমাবেশ গুলিতে বিভিন্ন দলের নেতা এবং সাধারণ মানুষকেও কোভিড বিধি লঙ্ঘন করতে দেখা গিয়েছে। তাই রাজ্যের সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক নেতৃত্বও করোনাতে আক্রান্ত হয়েছেন।

  • 19 Jan 2022 04:01 PM (IST)

    আরটিপিসিআর টেস্ট নিয়ে বড় সিদ্ধান্ত অন্ধ্র সরকারের

    করোনা হয়েছে কিনা তা নিশ্চিত হতে আরটিপিসিআর টেস্টের ওপরই বাড়তি জোর দেন চিকিৎসকরা। তবে দেশে বিভিন্ন জায়গাতে এই বিশেষ পরীক্ষার মূল্য নিয়ে অভিযোগ উঠেছে। তারমধ্যে এই টেস্টের জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড়ে কালঘাম ছুটে যায় নিম্নবিত্তদের। এবার আরটিপিসিআর টেস্টের মূল্য নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল অন্ধ্র প্রদেশ সরকার। সরকারের তরফে রাজ্যের পরীক্ষাগার গুলিকে জানানো হয়েছে, করোনা পরীক্ষা জন্য এখন থেকে সব ধরনের চার্জ সহ ৩৫০ টাকার বেশি নেওয়া যাবে না।

  • 19 Jan 2022 02:50 PM (IST)

    ওমিক্রন সনাক্ত করতে 'ওমিসিওর' কিটের ট্রায়াল শুরু ওড়িশায়

    ওমিক্রন সংক্রমণ ক্রমশই উদ্বেগ বাড়াচ্ছে। ওমিক্রন দ্রুত সনাক্ত করতে ইতিমধ্যেই ওড়িশার সরকারের কাছে ৩০ হাজার ওমিসিওর আরটিপিসিআর পরীক্ষা কিট পৌঁছে গিয়েছে, এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য দফতরের সিনিয়র আধিকারিক বিজয় মহাপাত্র। তিনি বলেন, "ওমিসিওর কিটের ট্রায়াল রান ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। প্রথমে অভ্যন্তরীণ গবেষণার জন্য কিটগুলি ব্যবহার করা হবে তারপর যেসব জেলাতে সংক্রমণের হার বেশি সেখানে কিট গুলি পাঠিয়ে দেওয়া হবে।"

  • 19 Jan 2022 01:25 PM (IST)

    রাজধানীতে কমছে সংক্রমণের হার

    নতুন বছরের শুরুতে করোনা সংক্রমণ বাড়তে শুরু করলেও, ধীরে ধীরে দিল্লিতে ফের সংক্রমণ কমতে শুরু করেছে। এ দিন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্য়েন্দর জৈন জানান, বর্তমানে দিল্লির সংক্রমণের হার ৩০ শতাংশ থেকে কমে ২২.৫ শতাংশে নেমে এসেছে। তবে এখনই করোনা বিধিনিষেধে ছাড় দেওয়ার সময় আসেনি।

  • 19 Jan 2022 12:30 PM (IST)

    দেশে ১৮ শতাংশ বাড়ল আক্রান্তের সংখ্যা, একদিনে বেড়েছে মৃত্যুও

    ওমিক্রনের পাশাপাশি দেশে পাল্লা দিয়ে বেড়েছে ক্রমাগত বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮২ হাজার ৯৭০ জন। গতকাল সেই সংখ্যাটা ছিল ২ লাখ ৩৮ হাজার ১৮ । এই নিয়ে মোট ৩ কোটি ৭৯ লাখ ১ হাজার ২৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে নিয়ন্ত্রণেই আছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ৪৪১ জনের মৃত্যু হয়েছে।

    বিস্তারিত পড়ুন: Corona Outbreak: দেশে ১৮ শতাংশ বাড়ল আক্রান্তের সংখ্যা, একদিনে বেড়েছে মৃত্যুও

  • 19 Jan 2022 12:05 PM (IST)

    মিজোরামে আরও বাড়ল সংক্রমণ

    ক্রমশ বাড়ছে মিজোরামে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় সে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৩১২ জন। মৃত্যু হয়েছে ১ জনের। বর্তমানে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ৯০১২।

  • 19 Jan 2022 12:02 PM (IST)

    মুম্বইয়ে একদিনেই করোনা আক্রান্ত ২৮ পুলিশকর্মী

    মুম্বই পুলিশের অন্দরেও বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টাতেই করোনা আক্রান্ত হয়েছেন ২৮ জন। এই নিয়ে মুম্বই পুলিশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১২৭৩-এ।

  • 19 Jan 2022 11:16 AM (IST)

    দেশে উর্ধ্বমুখী ওমিক্রন গ্রাফ

  • 19 Jan 2022 10:35 AM (IST)

    করোনা আক্রান্ত সুপ্রিম কোর্টের ১০ বিচারপতি

    Supreme Court

    দেশের শীর্ষ ন্যায়ালয়েও থাবা বসিয়েছে করোনা সংক্রমণ। সূত্রের খবর, এখনও অবধি সুপ্রিম কোর্টের ১০ জন বিচারপতি করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়াও প্রায় ১৫০ জন কর্মীও করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে।

  • 19 Jan 2022 10:32 AM (IST)

    ৯ হাজারের দোরগোড়ায় ওমিক্রন সংক্রমণ

    দেশে করোনা সংক্রমণ বাড়ার পাশাপাশি ওমিক্রন সংক্রমণও বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৮৯৬১-তে বেড়ে দাঁড়িয়েছে। দৈনিক ওমিক্রন সংক্রমণের হারও গতকালের তুলনায় ০.৭৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

  • 19 Jan 2022 10:27 AM (IST)

    ১৫ শতাংশে বেড়ে দাঁড়াল সংক্রমণের হার

    ফের সামান্য বাড়ল দেশের সংক্রমণের হার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে সংক্রমণের হার ১৪.৪৩ শতাংশ থেকে বেড়ে ১৫.১৩ শতাংশে পৌঁছেছে।

  • 19 Jan 2022 09:33 AM (IST)

    ফের উর্ধ্বমুখী দৈনিক সংক্রমণ

    মাঝের কয়েকদিন করোনা সংক্রমণের গতি কিছুটা কমলেও ফের একবার উর্ধ্বমুখী সংক্রমণের রেখা চিত্র। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৮২ হাজার মানুষ, যা গতকালের আক্রান্তের সংখ্যার তুলনা ১৮ শতাংশ বেশি।

Published On - Jan 19,2022 9:31 AM

Follow Us: