India Covid 19 Update: করোনা সংক্রমণ বাড়াচ্ছে উদ্বেগ, সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ছুঁই ছুঁই, রাজ্যের গ্রাফও ঊর্ধ্বমুখী

India Corona update: কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে প্রকাশিত বুলেটিন অনুযায়ী শেষ ২৪ ঘণ্টা ৯ হাজার ৪৮৬ জন করোনা থেকে সেরে উঠেছেন।

India Covid 19 Update: করোনা সংক্রমণ বাড়াচ্ছে উদ্বেগ, সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ছুঁই ছুঁই, রাজ্যের গ্রাফও ঊর্ধ্বমুখী
ছবি: সংবাদ সংস্থা
Follow Us:
| Edited By: | Updated on: Jun 28, 2022 | 11:33 AM

নয়া দিল্লি: করোনা সংক্রমণ (Corona Infection) নিয়ে নতুন করে আবার গোটা দেশে উদ্বেগের পরিস্থতি তৈরি হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Welfare) প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী সোমবারের তুলনায় করোনা সংক্রমণ কমলেও দুশ্চিন্তা এখনও কমার কোন লক্ষণ নেই। সোমবার গোটা দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছিলেন ১৭ হাজার ৭৩ জন, সেখানে মঙ্গলবার সংক্রমণ কিছুটা কমে ১১ হাজার ৭৯৩ হয়েছে। ভাইরাসের প্রকোপ শুরু হওয়ার সময় থেকেই সব মিলিয়ে এখনও অবধি গোটা দেশে ৪ কোটি ৩৪ লক্ষ ১৮ হাজার ৮৩৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। বিগত দু’দিনের পরিসংখ্যান তুলনা করলে বোঝা যাবে করোনা সংক্রমণের হার ৩১ শতাংশ কমেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে প্রকাশিত বুলেটিন অনুযায়ী শেষ ২৪ ঘণ্টা ৯ হাজার ৪৮৬ জন করোনা থেকে সেরে উঠেছেন। অন্যদিকে একদিনে মোট ২৭ জন করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। করোনা থেকে সুস্থতার হার ৯৮.৫৭ শতাংশ। গোটা দেশে এই ভাইরাসের কারণে মৃত্যুর হার ১.২১ শতাংশ এবং সক্রিয় রোগীর সংখ্যা ০.২২ শতাংশ। শেষ একদিনের করোনা সংক্রমণের নিরিখে সবথেকে বেশি এগিয়ে রয়েছে দক্ষিণের কেরল। ২৪ ঘণ্টায় সেখানে ৩ হাজার ২০৬ করোনা আক্রান্ত হয়েছেন, দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। সেখানে ২ হাজার ৩৬৯ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু, সেখানে ১ হাজার ৪৬১ জন করোনা আক্রান্ত হয়েছেন।

বাংলায় করোনা সংক্রমণ

বাংলায় সংক্রমণের হারও উর্ধ্বমুখী। স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী সব মিলিয়ে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের ৫৫১ জন। রাজ্যে মোট সক্রিয় রোগীর সংখ্যা ২০ লক্ষ ২৫ হাজার ৫২৩ জন। রাজ্যের সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ। শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। রাজ্যে মৃত্যুর হার ১.০৫ শতাংশ।