Kashmiri Pandit: ব্যর্থ বিজেপি, ফিরছে কাশ্মীরি পণ্ডিতদের ভিটে ছাড়ার ভয়াবহ স্মৃতি! মোদী সরকারকে তোপ কেজরির

Kashmiri Pandit: ভালো নেই কাশ্মীরি পণ্ডিতরা, ফিরছে নব্বইয়ের ঘর ছাড়ার ভয়াবহ স্মৃতি। দিল্লির যন্তর মন্তরে জন আক্রোশ সমাবেশে এ ভাষাতেই মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

Kashmiri Pandit: ব্যর্থ বিজেপি, ফিরছে কাশ্মীরি পণ্ডিতদের ভিটে ছাড়ার ভয়াবহ স্মৃতি! মোদী সরকারকে তোপ কেজরির
ছবি - বিজেপিকে তোপ কেজরির
Follow Us:
| Edited By: | Updated on: Jun 05, 2022 | 4:12 PM

নয়া দিল্লি: অবস্থা ক্রমেই হাতের বাইরে যাচ্ছে। রোজই জঙ্গিদের হাতে মৃত্যু হচ্ছে জম্মু-কাশ্মীরের (Jammu-Kashmir) সাধারণ মানুষের। বেছে বেছে খুন করা হচ্ছে কাশ্মীরি পণ্ডিত (Kashmir) থেকে শুরু করে পরিযায়ী শ্রমিকদের। লাগাতার টার্গেট কিলিংয়ে (Target Killing) উপত্যকার জনগণের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। যা নিয়ে গোটা দেশেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। এরই প্রতিবাদে দিল্লির (Delhi) যন্তর মন্তরে জন আক্রোশ সমাবেশের আয়োজন করে আম-আদমি পার্টি (Aam Admi Party)। যেখান থেকেই বিজেপি শাসতি কেন্দ্র সরকারের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানান আপ নেতৃত্ব। এদিনের কর্মসূচিতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পাশাপাশি উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, পরিবেশমন্ত্রী গোপাল রাই, সঞ্জয় সিং সহ অনেকে। আপের দাবি, ফের ৯০-র পুনরাবৃত্তি দেখতে কাশ্মীর। ফিরছে পণ্ডিতদের গণহারে ঘর ছাড়ার স্মৃতি। 

প্রতিবাদ সভা থেকেই মোদী সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বলেন কেজরি বলেন, “কাশ্মীরে বিজেপি সরকার ব্যর্থ হয়েছে। সবথেকে খারাপ সময় চলছে। ১৯৯০ আবার ফিরে এসেছে। সরকারের কোনও পরিকল্পনা নেই। উপত্যকায় যখনই খুন হয়, খবর আসে স্বরাষ্ট্রমন্ত্রী উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন। তারপর? আদপে আমাদের এখন সত্যিকারের পদক্ষেপ নেওয়া দরকার। কাশ্মীর সুরাহা চায়। যখনই কাশ্মীরি পণ্ডিতরা হত্যার প্রতিবাদ করতে চায়, তখন কাশ্মীরের বর্তমান বিজেপি সরকার তাদের প্রতিবাদ করতে দেয় না। সরকার যদি এমন আচরণ করে তাহলে জনগণের দুর্ভোগ দ্বিগুণ হয়”। 

প্রসঙ্গত, এর আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শুক্রবারও কাশ্মীরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এমনকী সেখানকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্র সরকারের কাছে আবেদনও করেন। কাশ্মীরের পরিস্থিতি নিয়ে মোদীকে চাঁচাছোলা ভাষায় তোপ দাগেন আপের সর্বভারতীয় মুখপাত্র তথা সাংসদ সঞ্জয় সিংও। তাঁর দাবি, “কাশ্মীরে বিজেপি-সমর্থিত সরকার ছিল। এখন গোটা রাজ্যের শাসন ক্ষমতাই রয়েছে বিজেপির হাতে। কিন্তু, তারপরেও  কাশ্মীরি পণ্ডিতদের উপত্যকা ছেড়ে যেতে বাধ্য করা হচ্ছে। ১৯৯০ সালে একই ঘটনার সাক্ষী থেকেছে গোটা। আবারও তারই পুনরাবৃত্তি দেখতে পাওয়া যাচ্ছে”।