Dog Barking: পাশের বাড়ির কুকুর চেঁচাচ্ছে, গোপনাঙ্গে রড ঢুকিয়ে ‘শাস্তি’ দিল বাবা-ছেলে

Odisha: ওই তরুণীর অভিযোগ, এদিন দুপুরে অভিযুক্ত ও তাঁর বাবা আচমকাই বাড়ির সামনে এসে চিৎকার চেঁচামেচি শুরু করেন। অভিযোগ, তরুণী দরজা খুলতেই শুরু হয় গালিগালাজ। সে সময় কুকুরটি চিৎকার করছিল। অভিযোগ, এরপরই অভিযুক্ত তাঁকে চুলের মুঠি ধরে রাস্তায় নিয়ে যায়।

Dog Barking: পাশের বাড়ির কুকুর চেঁচাচ্ছে, গোপনাঙ্গে রড ঢুকিয়ে 'শাস্তি' দিল বাবা-ছেলে
প্রতীকী চিত্র। Image Credit source: File Photo
Follow Us:
| Edited By: | Updated on: Oct 21, 2023 | 9:12 AM

ভুবনেশ্বর: পোষ্য চিৎকার করছিল। সেই রাগে কুকুরের উপর নৃশংস অত্যাচারের অভিযোগ উঠল। শুধু তাই নয়, কুকুরের মালকিনকেও শারীরিক হেনস্থা করা হয় বলে অভিযোগ। ওড়িশার ভুবনেশ্বরের ঘটনা। বছর তেইশের ওই তরুণী ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন। শুক্রবারই এই অভিযোগ দায়ের হয়েছে। এই ঘটনায় আরও দু’জন অভিযুক্ত। ভুবনেশ্বরের ক্যাপিটাল পুলিশ তাঁদের খুঁজছে।

ওই তরুণীর অভিযোগ, এদিন দুপুরে অভিযুক্ত ও তাঁর বাবা আচমকাই বাড়ির সামনে এসে চিৎকার চেঁচামেচি শুরু করেন। অভিযোগ, তরুণী দরজা খুলতেই শুরু হয় গালিগালাজ। সে সময় কুকুরটি চিৎকার করছিল। অভিযোগ, এরপরই অভিযুক্ত ওই তরুণীর চুলের মুঠি ধরে রাস্তায় নিয়ে যায়। এমনকী তরুণীর পোশাকও ছিঁড়ে দেয়। ছেলের এই কাণ্ডে বাবা আরও মদত দিচ্ছিল বলেই অভিযোগ করেন তরুণী।

অভিযোগ উঠেছে আরও। মালিকের এ হেন হেনস্থা দেখে তারস্বরে চিৎকার করে যাচ্ছিল পোষ্যটি। অভিযোগ, এরপরই বাবা-ছেলের নিশানা হয় ওই কুকুরটি। একটি লোহার রড ওই কুকুরের গোপনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ক্যাপিটাল থানার আধিকারিক পদ্মনাভ প্রধান জানান, গুরুতর অভিযোগ উঠেছে। তদন্ত করে সবটা দেখা হচ্ছে।