অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা, ৪ ঘণ্টার প্রচেষ্টায় নিভল শোরুমের ভয়াবহ আগুন

এ দিন সকাল ১০ টা ২০ মিনিট নাগাদ দক্ষিণ দিল্লির লাজপত নগর মার্কেটে আগুন লাগার খবর আসে। একটি শোরুম থেকেই আগুন ছড়িয়ে পড়ে।

অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা, ৪ ঘণ্টার প্রচেষ্টায় নিভল শোরুমের ভয়াবহ আগুন
ল্যাডার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন দমকলকর্মীরা। ছবি:ANI
Follow Us:
| Updated on: Jun 12, 2021 | 3:08 PM

নয়া দিল্লি: সবে আনলক পর্ব শুরু হয়েছে। জোড়-বিজোড় পদ্ধতিতে খোলা হচ্ছে দোকান-পাট। তারই মাঝে দুর্ঘটনা। শনিবার সকালেই আগুন লাগে দিল্লির লাজপত নগর মার্কেটে। নিমেষে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা বাজার। অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৬টি ইঞ্জিন। পরে আরও ১৪টি ইঞ্জিনও পৌঁছয় আগুন নেভানোর কাজে সাহায্য করতে। দীর্ঘ চার ঘণ্টারও বেশি সময় ধরে আগুন নেভানো হয়। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।

দমকলবাহিনী সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল ১০ টা ২০ মিনিট নাগাদ দক্ষিণ দিল্লির লাজপত নগর মার্কেটে আগুন লাগার খবর আসে। একটি জামাকাপড়ের শোরুম থেকেই আগুন ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৬টি ইঞ্জিন। পরে আগুন আশেপাশের দোকানগুলিতেও আগুন ছড়িয়ে পড়ায় আরও কয়েকটি ইঞ্জিন পাঠাতে বলা হয়। বর্তমানে মোট ৩০টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে।

শেষ খবর পাওয়া অবধি, বর্তমানে আগুন নিয়ন্ত্রণেএসেছে। বর্তমানে দমকলকর্মীরা ল্যাডারের মাধ্যমে শোরুম ও আশেপাশের দোকনগুলিকে জল দিয়ে ঠান্ডা চেষ্টা করছেন। আশেপাশের দোকানগুলিকেও খালি করা হচ্ছে, যাতে দাহ্য পদার্থের সংস্পর্শে এসে আগুন আরও ছড়িয়ে না পড়ে।

এক দমকল অধিকর্তা জানান, প্রায় ১০০-রও বেশি দমকলকর্মী বর্তমানে কাজ করছে। দীর্ঘ প্রায় ৪-৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখনও অবধি কোনও হতাহতের খবর মেলেনি। উদ্ধারকার্য চলছে।