Fire in Delhi Hospital: সাত সকালে ICU-তে বিধ্বংসী আগুন, এক রোগীর ঝলসে মৃত্যুর আশঙ্কা

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Jun 11, 2022 | 10:22 AM

Delhi Fire: দিল্লি দমকল বিভাগের ডিরেক্টর অতুল গর্গ জানিয়েছেন, "প্রায় সকলকে হাসপাতাল থেকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে। কিন্তু একজনকে উদ্ধার করা সম্ভব হয়নি। তিনি ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন। আশঙ্কা করা হচ্ছে তিনি মারা গিয়েছেন।"

Fire in Delhi Hospital: সাত সকালে ICU-তে বিধ্বংসী আগুন, এক রোগীর ঝলসে মৃত্যুর আশঙ্কা
দিল্লির হাসপাতালে ভয়ঙ্কর আগুন

Follow Us

নয়া দিল্লি : দিল্লির রোহিনী এলাকায় এক হাসপাতালে বিধ্বংসী আগুন (Fire in Delhi Hospital)। শনিবার ভোরে রোহিনীর পুথ খুরদ এলাকায় ওই হাসপাতালের চতুর্থ তলে আইসিইউতে আগুন (Fire in ICU) লাগে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। আগুন লাগার খবর পেয়ে দুর্ঘটনাস্থলে আসে দমকলের নয়টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলে আগুন নেভানোর কাজ। আগুনে ঝলসে এক রোগীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। দমকলের এক আধিকারিক সূত্রে খবর, শনিবার ভোর ৫ টা নাগাদ দমকল অফিসে আগুন লাগার খবর জানিয়ে একটি ফোন আসে। দিল্লি দমকল বিভাগের (Delhi Fire Services) ডিরেক্টর অতুল গর্গ জানিয়েছেন, “প্রায় সকলকে হাসপাতাল থেকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে। কিন্তু একজনকে উদ্ধার করা সম্ভব হয়নি। তিনি ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন। আশঙ্কা করা হচ্ছে তিনি মারা গিয়েছেন।”

কীভাবে আগুন লাগল, বিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে হাসপাতালের ভিতরের যে ছবি প্রকাশ্যে এসেছে, তাতে দেখা গিয়েছে, ভিতরে পুড়ে খাঁক হয়ে গিয়েছে। অনেক বেড পুড়ে গিয়েছে, দরজা পুড়ে গিয়েছে। সিলিং থেকে তার ঝুলছে। দমকলের নয়টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং ভিতরে যাঁরা ছিলেন তাঁদের প্রায় সকলকেই ভিতর থেকে বের করে আনা সম্ভব হয়েছে। তবে ভেন্টিলেশনে ভর্তি থাকা এক রোগীকে উদ্ধার করা যায়নি। গোটা ঘটনায় এখনও পর্যন্ত হাসপাতাল কর্তপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি। কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা।

কিছুদিন আগেই দিল্লির মেট্রো ভবনের অদূরে একটি বহুতলে আগুন লেগেছিল। দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি হয়েছিল। অগ্নিদগ্ধ অবস্থায় বহুতল থেকে উদ্ধার করা হয়েছিল অনেককে। সেই ভয়ঙ্কর স্মৃতি এখনও দিল্লিবাসীর মন থেকে আবছা হয়ে যায়নি। আর এরই মধ্যে ফের দিল্লির এক হাসপাতালে ভয়াবহ আগুন।

Next Article