Train Fire: গরিব রথ ট্রেনে চলন্ত অবস্থায় আগুন, দাউদাউ করে জ্বলে গেল কামরা! আহত বেশ কয়েকজন

Fire Broke out in Train: অম্বালা থেকে কয়েক কিলোমিটার আগে সিরহিন্দ রেলওয়ে স্টেশনের কাছে আগুন লেগে যায়। আগুন দেখতে পেয়েই  লোকো পাইলট ইমার্জেন্সি ব্রেক কষে ট্রেনটি দাঁড় করান। আতঙ্কিত যাত্রীরা সঙ্গে সঙ্গে মালপত্র নিয়ে হুড়মুড়িয়ে ট্রেন থেকে নামতে শুরু করেন।

Train Fire: গরিব রথ ট্রেনে চলন্ত অবস্থায় আগুন, দাউদাউ করে জ্বলে গেল কামরা! আহত বেশ কয়েকজন
জ্বলছে আগুন।Image Credit source: PTI

|

Oct 18, 2025 | 10:39 AM

চণ্ডীগঢ়: সাতসকালেই ভয়াবহ কাণ্ড। গরিব রথ ট্রেনে লেগে গেল আগুন। দাউদাউ করে জ্বলতে দেখা গেল গোটা কামরা। প্রাথমিক তথ্য অনুযায়ী, শর্ট সার্কিট থেকে ট্রেনে আগুন লেগেছে। দ্রুত আগুন নেভানোর ব্যবস্থা করা হয়। কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

আজ, শনিবার (১৮ অক্টোবর) সকালে পঞ্জাবে অম্বালার কাছে গরিব রথ ট্রেনে আগুন লাগে।  সিরহিন্দ স্টেশনের কাছে হঠাৎ দেখা যায়, ট্রেনের ১৯ নম্বর কোচ থেকে কালো ধোঁয়া ও আগুন বের হচ্ছে। ট্রেনটি অমৃতসর থেকে সাহারসা যাচ্ছিল।

অম্বালা থেকে কয়েক কিলোমিটার আগে সিরহিন্দ রেলওয়ে স্টেশনের কাছে আগুন লেগে যায়। আগুন দেখতে পেয়েই  লোকো পাইলট ইমার্জেন্সি ব্রেক কষে ট্রেনটি দাঁড় করান। আতঙ্কিত যাত্রীরা সঙ্গে সঙ্গে মালপত্র নিয়ে হুড়মুড়িয়ে ট্রেন থেকে নামতে শুরু করেন। এই বিশৃঙ্খলার জেরে বেশ কয়েকজন যাত্রী আহতও হন।

আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ও দমকল ছুটে আসে। দ্রুত আগুন নেভানোর ব্যবস্থা করা হয়। এক ঘণ্টার মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। একজন মহিলা যাত্রী সামান্য দ্বগ্ধ হয়েছেন বলে জানা গিয়েছে।

সিরহিন্দ জিআরপি-র এসএইচও রতন লাল জানান, ট্রেনের মোট তিনটি কোচ ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে হতাহতের খবর নেই।