Noida Murder: রাতের খাবার তৈরি হয়নি কেন? রুটি তৈরির চাটু দিয়ে স্ত্রীকে খুন করল অটোচালক স্বামী

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম অনুজ কুমার বিহারের বাসিন্দা। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, অনুজ পেশায় অটোচালক।

Noida Murder: রাতের খাবার তৈরি হয়নি কেন? রুটি তৈরির চাটু দিয়ে স্ত্রীকে খুন করল অটোচালক স্বামী
ছবি- প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Sep 14, 2022 | 7:52 PM

নয়ডা: গৃহবধু হোক বা পেশাদার, ভারতীয় সমাজের এখনও সংসার সামলানোর যাবতীয় ভার মহিলাদেরকেই নিতে হয়। মহিলারা যখন একা হাতে ঘর ও বাইরের সবটা সামলান তখন, পরিবারের সদস্যদের খাবার পরিবেশন করতে দেরি হওয়াটা নিঃসন্দেহে কোনও দোষের নয়। তবে খাবার দিতে দেরি হওয়া ভয়ানক কাণ্ড ঘটিয়েছে নয়ডার এক ব্যক্তি। রাতের খাবার দিতে দেরি হওয়ায় নিজের স্ত্রীকে লোহার চাটু দিয়ে আঘাত করে হত্যা করেছে ওই ব্যক্তি। তুচ্ছ কারণে এই মর্মান্তিক খুনের ঘটনায় অনেকেই আঁতকে উঠেছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর প্রদেশের নয়ডার বসন্ত নগরে এই ঘটনাটি ঘটেছে। ঘটনার কথা জানতে পেরে স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ জানিয়েছে রুটি তৈরির লোহার চাটু দিয়ে মাথায় আঘাত করার কারণে ওই মহিলার মৃত্যু হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম অনুজ কুমার বিহারের বাসিন্দা। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, অনুজ পেশায় অটোচালক। তাঁকে ফেজ ৩ থানার পুলিশ গ্রেফতার করেছে। পুলিশের এক মুখপাত্র সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, “সোমবার রাতে তাড়াতাড়ি বাড়ি ফিরে অনুজের সঙ্গে তাঁর স্ত্রীয়ের রাতের খাবার নিয়ে ঝগড়া হয়েছিল। সেই সময় তাঁর স্ত্রী খুশবুকে লোহার চাটু দিয়ে মাথায় আঘাত করে অনুজ। তখনই ওই মহিলার মৃত্যু হয়েছে।” পুলিশ জানিয়েছে, ওই দম্পতির ৫ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। এই ঘটনায় স্বতপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে পুলিশ। ধৃত অনুজের বিরুদ্ধে ভারতীয় দণ্ড বিধির ৩০২ ধারায় খুনের মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে।

কয়েকমাস আগেই ঝাড়খণ্ডে একই ধরনের ঘটনা ঘটেছিল। পুলিশ জানিয়েছিল, ১৮ বছর বয়সী এক তরুণীকে গ্রেফতার করা হয়েছে। জিনসের প্যান্ট পরা নিয়ে অশান্তির কারণে সে তাঁর স্বামীকে খুন করেছিল বলে অভিযোগ উঠেছিল। ১৮ বছর বয়সী ওই তরুণী জিনস পরতে পছন্দ করলেও তাঁর স্বামীর তাতে আপত্তি ছিল।