
রাস্তায় বের হলেই চোখ-নাক জ্বালা, গলা ধরে আসছে। দিল্লিতে দীপাবলি মানেই আতঙ্ক। বাকি দেশে আলোয় যখন ঝলমল করে, তখন দূষণ-বিষাক্ত ধোঁয়ার চাদর মুড়ে নেয় দিল্লি ও সংলগ্ন এলাকাগুলিকে। এটা প্রতি বছরেরই চেনা ছবি। আতশবাজিতে নিষেধাজ্ঞা, বড় ট্রাক চলাচল বন্ধ করা, ছোট গাড়িতে জোড়-বিজোড় নিয়ম, রাস্তায় নিয়মিত জল দেওয়া- এই ধরনের হাজারো পন্থা গ্রহণ করা হয়েছে রাজধানীতে, কিন্তু দূষণ থেকে মুক্তি মেলেনি। এবার দিল্লিতে দূষণ কমাতে শেষ আশা, কৃত্রিম বৃষ্টি (Artificial Rain)। প্রযুক্তি এত এগিয়ে গিয়েছে যে কৃত্রিমভাবে বৃষ্টিও নামানো সম্ভব। কীভাবে এই বৃষ্টি হবে? পরিবেশ যদি অনুকূল থাকে, তাহলে আগামী বৃহস্পতিবার, ২৯ অক্টোবর দিল্লিতে নামানো হতে পারে কৃত্রিম বৃষ্টি। এর জন্য প্রয়োজন আকাশে মেঘের। মৌসম ভবন জানিয়েছে, ২৮, ২৯ ও ৩০ অক্টোবর দিল্লির আকাশে মেঘ থাকবে। সেই তথ্যের উপরে ভরসা করেই কৃত্রিম বৃষ্টি নামানোর পরিকল্পনা করেছে দিল্লি সরকার। আইআইটি...