All Party Meeting: মূল্যবৃদ্ধি থেকে অগ্নিপথ, সর্বদলীয় বৈঠকে একের পর এক প্রসঙ্গ তুলল বিরোধীরা

Monsoon Session: সূত্র মারফত জানা গিয়েছে, এই দিনের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধনে বিরোধী দলের প্রতিনিধিরা। মূল্যবৃদ্ধি, অগ্নিপথ সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

All Party Meeting: মূল্যবৃদ্ধি থেকে অগ্নিপথ, সর্বদলীয় বৈঠকে একের পর এক প্রসঙ্গ তুলল বিরোধীরা
ছবি: সংবাদ সংস্থা
Follow Us:
| Edited By: | Updated on: Jul 16, 2022 | 7:21 PM

নয়া দিল্লি: লোকসভার বাদল অধিবেশনের আগেই অধ্যক্ষ ওম বিড়লার ডাকা সর্বদলীয় বৈঠকে বেশ কিছু প্রসঙ্গ তুলে ধরল বিরোধী দলগুলি। রীতি অনুযায়ী সংসদ অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠক ডাকার রীতি রয়েছে। এদিনের বৈঠকে বিরোধী দলের প্রতিনিধিদের কাছে বাদল অধিবেশনের বিভিন্ন দিকগুলি তুলে ধরেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, ডিএমকে সাংসদ টিআর বালু, কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ প্রহ্লাদ জোশী, বিজেপি সাংসদ অর্জুন রাম মেঘওয়াল, ওয়াইএসআরসিপি সাংসদ পিভি মিথুনরেডি, আরএলজেপি সাংসদ পশুপতি কুমার পারস এবং অন্যান্য দলের সাংসদরা এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে অধ্যক্ষ ওম বিড়লা জানিয়েছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।

সূত্র মারফত জানা গিয়েছে, এই দিনের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধনে বিরোধী দলের প্রতিনিধিরা। মূল্যবৃদ্ধি, অগ্নিপথ সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ১৮ জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে। সেই অধিবেশনে বেশ কিছু ইস্যু নিয়ে বিরোধী রাজনৈতিকদলগুলি সরকারকে বিপাকে ফেলার চেষ্টা করতে পারে বলেই মনে করা হচ্ছে। অধ্যক্ষ জানিয়েছেন, আগের অধিবেশন গুলির মতো সংসদের বাদল অধিবেশনেও করোনা বিধিনিষেধ মেনে চলা হবে।

এদিনের বৈঠকে বিভিন্ন দলের নেতাদের স্বাগত জানিয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা জানিয়েছেন, ১৮ জুলাই থেকে শুরু হয়ে ১২ অগস্ট অবধি সংসদে বাদল অধিবেশন চলবে। গোটা বাদল অধিবেশন জুড়ে মোট ১৮ বার সভা পরিচালিত হবে। মোট ১০৮ ঘণ্টা ধরে অধিবেশন চলবে যার মধ্যে সরকারের জন্য ৬২ ঘণ্টা বরাদ্দ। বাকি সময় জ়িরো আওয়ারের জন্য রাখা হয়েছে। সেখানে সকল সাংসদরা নিজেদের বক্তব্য রাখার সুযোগ পাবেন। সেখানে ইস্যু অনুযায়ী সময় নির্ধারিত থাকবে বলেই জানিয়েছেন অধ্যক্ষ। ওম বিড়লা জানিয়েছে, জ়িরো আওয়ারের নোটিস জমা দেওয়ার সময়ে বেশ কিছু বদল এসেছে। নির্ধারিত দিন সকাল ৯টা থেকে অধিবেশনের দিন সকাল ৮টা অবধি প্রশ্ন জমা দেওয়া যাবে।