নয়া দিল্লি: ক্রমশ বেড়েই চলেছে দেশের করোনা সংক্রমণ(COVID-19)। গোপনে ওমিক্রন (Omicron) ভ্যারিয়েন্ট কলকাঠি নাড়াতেই লাফিয়ে বাড়ছে দেশের দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Union Health Ministry)তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টাতেই করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৬৪ হাজার ২০২ জন। গতকাল এই সংখ্যাটি ছিল ২ লক্ষ ৪৭ হাজার জন। অর্থাৎ একদিনেই ৬.৭ শতাংশ সংক্রমণ বৃদ্ধি পেয়েছে।
স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৬৪ হাজার, যা বিগত ২৩৯ দিনে সর্বোচ্চ সংক্রমণ। অন্যদিকে, একদিনে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৩১৫ জনের, এই নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪লক্ষ ৮৫ হাজার ৩৫০। একদিনেই দেশে ১ লক্ষ ৯ হাজার ৩৪৫ জন করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠায় দেশে বর্তমানে মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৪৮ লক্ষ ২৪ হাজার ৭০৬-এ।
বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ লক্ষ ৭২ হাজার ৭৩-এ। বিগত ২২০ দিনে এটিই সর্বোচ্চ সংখ্যা। বিগত কয়েক সপ্তাহ আগেও দেশে সক্রিয় রোগীর সংখ্যা মোট আক্রান্তের ১ শতাংশেরও কম ছিল। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৩.৪৮ শতাংশে। দেশে সুস্থতার হারও কমে ৯৫.২০ শতাংশে দাঁড়িয়েছে।
দেশে করোনা সংক্রমণ বাড়ায়, পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণের হারও। বর্তমানে দেশে সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ১৪.৭৮ শতাংশে। গতকালই এই হার ছিল ১৩.১১ শতাংশে। সাপ্তাহিক সংক্রমণের হারও ১১.৮৩ শতাংশে বেড়ে দাঁড়িয়েছে।
করোনার পাশাপাশি ওমিক্রন সংক্রমণও বাড়ছে দেশে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৭৫৩। একদিনেই ৪.৮৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে সংক্রমণ।
দেশে করোনা আক্রান্তদের মধ্যে একটি বড় অংশেরই খোঁজ মিলছে পশ্চিমবঙ্গ, দিল্লি ও মহারাষ্ট্র থেকে। একদিকে রাজ্যে যেমন গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৪৬৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। তেমনই আবার মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ৪০৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। দিল্লিতেও একদিনে ২৯ শতাংশ সংক্রমণ বেড়ে দৈনিক আক্রান্ত ২৮ হাজার ৮৬৭-তে পৌঁছেছে।কেরলেও দৈনিক সংক্রমণ বিগত দুইদিন ধরে ১০ হাজারের গণ্ডি পার করছে। গত ২৪ ঘণ্টায় সে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৪৬৮ জন।
দেশের করোনা পরিস্থিতি আরও ভালভাবে বুঝতে গতকালই সমস্ত রাজ্য়ের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে তিনি বলেন, “বিশ্বের বিভিন্ন দেশের মতো আমাদের দেশেও ছড়াচ্ছে ওমিক্রন। এই ভ্যারিয়েন্টের সঙ্গে লড়াইয়ের পাশাপাশিই পরবর্তী স্ট্রেনের জন্যও তৈরি হতে হচ্ছে। কোভিডের বিরুদ্ধে লড়াইয়ের মূল হাতিয়ারই হল টিকা। দেশের ৯২ শতাংশ প্রাপ্ত বয়স্ক টিকার প্রথম ডোজ় নিয়েছেন।”
টিকাকরণ নিয়ে তিনি আরও বলেন, “টিকাকরণ নিয়ে কোনওরকম ভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হলে তাকে প্রশ্রয় দেবেন না। অনেক সময়ই শুনি অনেকে বলেন, টিকা দেওয়ার পরও সংক্রমণ হচ্ছে তা হলে টিকা নিয়ে কী লাভ! মাস্ক পরা নিয়েও এরকম ভুল খবর ছড়ায়। এই ধরনের অপপ্রচারের প্রতিবাদ করা দরকার।”
আরও পড়ুন: UP MLA Quits BJP Alliance: ৩ দিনে ১১ জন! যোগী সরকারকে ‘মিথ্যেবাদী’ বলে ইস্তফা আরও এক বিধায়কের