India’s Daily COVID-19 Cases: ওমিক্রনের ঢেউ কাটিয়ে নিম্নমুখী সংক্রমণ, দেশে একদিনেই আক্রান্ত ২ লক্ষ ৩৫ হাজার

India's Daily COVID-19 Cases: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৩৫ হাজার জন, যা গতকালের তুলনায় ৬ শতাংশ কম।

India's Daily COVID-19 Cases: ওমিক্রনের ঢেউ কাটিয়ে নিম্নমুখী সংক্রমণ, দেশে একদিনেই আক্রান্ত ২ লক্ষ ৩৫ হাজার
ফের কমল দৈনিক সংক্রমণ। ছবি:PTI
Follow Us:
| Edited By: | Updated on: Jan 29, 2022 | 11:05 AM

নয়া দিল্লি: দেশে ক্রমশ কমছে করোনা (COVID-19) আক্রান্তের  সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Union Health Ministry) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৩৫ হাজার ৫৩২ জন, যা গতকালের তুলনায় ৬ শতাংশ কম। সংক্রমণের হার(Positivity Rate)-ও ১৫.৮ শতাংশ থেকে কমে ১৩.৩৯ শতাংশে নেমে দাঁড়িয়েছে।

চিন্তা বাড়ছে মৃতের সংখ্যা নিয়ে:

দেশের দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও, উদ্বেগ বাড়ছে দেশে করোনায় দৈনিক মৃতের সংখ্যা নিয়ে। গত ২৪ ঘণ্টাতেই দেশে করোনায় মৃত্যু হয়েছে ৮৭১ জনের। এরমধ্যে ৬১৩ জন গতকালই মারা গিয়েছেন, যা চলতি ঢেউয়ে সর্বোচ্চ মৃতের সংখ্যা। এছাড়াও কেরলে করোনায় মৃতের সংখ্যা সংশোধনের জন্য সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল, তার জেরে আরও ২৫৮ জনের নাম তালিকাভুক্ত করা হয়েছে। এই নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ লক্ষ ৯৩ হাজারে।

ফের বাড়ল সুস্থতার হার:

বিগত কয়েক সপ্তাহ ধরেই দেশে সুস্থতার হার নিম্নমুখী ছিল, কিন্তু আক্রান্তের সংখ্যা হ্রাস পেতেই তা ফের একবার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৩৫ হাজার ৯৩৯ জন। এই নিয়ে দেশে মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৩ কোটি ৮০ লক্ষের গণ্ডি পার করল। বর্তমানে দেশে সুস্থতার হার ৯৮.৮৯ শতাংশ।

কমছে সক্রিয় রোগীর সংখ্যাও:

দেশে ধীরে ধীরে কমতে শুরু করেছে সক্রিয় রোগীর সংখ্য়াও। গত ২৪ ঘণ্টাতেই সংক্রিয় রোগীর সংখ্যা হ্রাস পেয়েছে ১ লক্ষ ১ হাজার ২৭৮। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ২০ লক্ষ ৪ হাজার ৩৩৩। দেশের মোট আক্রান্তের মধ্যে ৪.৯১ শতাংশ সক্রিয় রোগী।

রাজ্যভিত্তিক সংক্রমণের ওঠানামা:

মহারাষ্ট্রে দৈনিক আক্রান্তের সংখ্যা কমলেও, চিন্তা বাড়িয়েছে মৃতের সংখ্যাই। গত ২৪ ঘণ্টায় সে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৯৪৮ জন। অন্যদিকে, একদিনেই করোনা আক্রান্ত হয়েছেন ১০৩ জন, যা গত ৬ অক্টোবরের পর সর্বোচ্চ মৃতের সংখ্যা। বর্তমানে রাজ্যে সংক্রমণের হার ১০.৩২ শতাংশ।

দিল্লিতেও অনেকটাই কমেছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪৪ জন। বর্তমানে রাজ্যে সংক্রমণের হার ৮.৬০ শতাংশ। রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ২৯ হাজার ১৫২।

কর্নাটকে ওমিক্রন ভ্যারিয়েন্টই ডমিন্যান্ট ভ্যারিয়েন্টে পরিণত হয়েছে। সেখানে করোনা পরীক্ষায় ৬৭.৪ শতাংশ নমুনাতেই ওমিক্রন ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে। রাজ্যে একদিনে নতুন করে ৩১ হাজার ১৯৮ জন আক্রান্তের খোঁজ মিলেছে, মৃত্যু হয়েছে ৫০ জনের। এই নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৭ লক্ষ ২৩ হাজার ৬৯৪।

কেরলেও ব্যাপক হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সেখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৫৩৭ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৫২ জনের। এদের মধ্যে ২৫৮ জনের মৃত্যু আগে হলেও, গতকাল তা মৃতের তালিকায় সংযোজন করা হয়েছে।

আরও পড়ুন: No COVID Cases in Dharavi: সচেতনতাই কাবু করোনা, ‘শূন্য’ আক্রান্ত নিয়ে দেশকে শিক্ষা দিচ্ছে ধারাভি