India’s COVID-19 Cases: ৮ হাজারের গণ্ডি পার করল দৈনিক সংক্রমণ, শুধু মহারাষ্ট্রেই আক্রান্ত ৩ হাজারের বেশি

India's COVID-19 Cases: স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৮ হাজারেরও বেশি মানুষ। বর্তমানে দেশে দৈনিক সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ২.৪১ শতাংশ।

India's COVID-19 Cases:  ৮ হাজারের গণ্ডি পার করল দৈনিক সংক্রমণ, শুধু মহারাষ্ট্রেই আক্রান্ত ৩ হাজারের বেশি
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jun 11, 2022 | 12:52 PM

নয়া দিল্লি: দেশে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। একদিনেই প্রায় ১০ শতাংশ বাড়ল করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮৩২৯ জন। এরমধ্যে মহারাষ্ট্রেই সর্বাধিক আক্রান্তের খোঁজ মিলেছে। সেখানে একদিনে ৩ হাজারের বেশি করোনা আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, একদিনে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ১০ জনের।

স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে একদিনেই করোনা আক্রান্ত হয়েছেন ৮ হাজারেরও বেশি মানুষ। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৩২ লক্ষ ১৩ হাজার ৪৩৫। বর্তমানে দেশে দৈনিক সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ২.৪১ শতাংশ। সাপ্তাহিক সংক্রমণের হার ১.৭৫ শতাংশ। করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যাও। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৪০ হাজার ৩৭০। দেশের মোট আক্রান্তের ০.০৯ শতাংশ সক্রিয় রোগী।

তবে কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে করোনায় সুস্থতার হার। গত একদিনে করোনা সংক্রমণকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৪২১৬ জন। এই নিয়ে মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ কোটি ২৬ লক্ষ ৪৮ হাজার ৩০৮। বর্তমানে দেশে সুস্থতার হার ৯৮.৬৯ শতাংশ।

রাজ্যভিত্তিক সংক্রমণ-

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যত সংখ্যক মানুষ করোনা আক্রান্ত হয়েছেন, তার মধ্যে ৮৪.০৮ শতাংশেরই খোঁজ পাঁচটি রাজ্য থেকে মিলছে। শুধু মহারাষ্ট্র থেকেই ৩৬.৯৯ শতাংশ আক্রান্তের খোঁজ মিলছে। একদিনেই সেই রাজ্য থেকে খোঁজ মিলেছে ৩০৮১ জনের।

সংক্রমণের তালিকায় এরপরই রয়েছে কেরলের নাম। সেখানে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ২৪১৫ জন। দিল্লিতেও একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৬৫৫ জন। কর্নাটকে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৫২৫ জন, হরিয়ানায় আক্রান্ত হয়েছেন ৩২৭ জন।

পশ্চিমবঙ্গের সংক্রমণ-

রাজ্য়েও দৈনিক আক্রান্তের সংখ্যা ১০০ পার করেছে। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন ১০৭ জন। তবে করোনা সংক্রমণে কারোর মৃত্যু হয়নি। অন্যদিকে, রাজ্যে একদিনেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪৯ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৮.৯২ শতাংশ।