ধর্ষণ, ডাকাতির অভিযোগ মহিলার; ‘গল্প ফাঁদা’র কারণ জেনে হতবাক পুলিশ

Madhya Pradesh: রাতে বাড়িতে হানা দিয়ে তাঁর সমস্ত সোনা ও রুপোর গয়না লুঠ করে নিয়ে তাঁকে ধর্ষণ করে ফেলে গিয়েছে জনা ২০ ডাকাত। এমনই অভিযোগ করেঝছিলেন মহিলা। কিন্তু, তদন্তে নেমে পুলিশ জানতে পরল, গোটাটাই মনগড়া কাহিনি।

ধর্ষণ, ডাকাতির অভিযোগ মহিলার; 'গল্প ফাঁদা'র কারণ জেনে হতবাক পুলিশ
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Nov 27, 2022 | 5:04 PM

গোয়ালিয়র: রাতে বাড়িতে হানা দিয়েছিল অন্তত ২০ জন ডাকাত। তাঁর সমস্ত সোনা ও রুপোর গয়না তারা লুঠ করে নিয়ে গিয়েছে। সেই সঙ্গে ধর্ষণ করা হয়েছে তাঁকে। মধ্যপ্রদেশের গোয়ালিয়র জেলার এক মহিলা এমনই অভিযোগ করেছিলেন পুলিশের কাছে। কিন্তু তদন্তের পর, রবিবার (২৭ নভেম্বর) পুলিশ জানিয়েছে, ডাকাতি এবং ধর্ষণের মিথ্যা গল্প তৈরি করে তিনি পুলিশকে বিভ্রান্ত করেছিলেন। মিথ্যা বলার কথা তিনি স্বীকারও করে নিয়েছেন। মহিলার দাবি, শ্বশুর-শাশুড়ির হাত থেকে গয়না বাঁচাতেই তিনি পুলিশের সামনে ডাকাতি ও ধর্ষণের ওই মিথ্যা কাহিনি তৈরি করেছিলেন।

প্রথমে তিনি অবশ্য পুলিশকে জানিয়েছিলেন, রাতে তাঁর বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা তাকে ধর্ষণও করেছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছিলেন পুলিশ আধিকারিকরা। তদন্তও শুরু হয়েছিল। কিন্তু, ওই মহিলা বারবারই তাঁর বয়ান বদলাতে থাকেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি, প্রথমে মহিলা বলেছিলেন ডাকাতের সংখ্যা ছিল প্রায় ২০ জন। তারপর আবার বলেন, ডাকাত ছিল ১০ থেকে ১২ জন। এছাড়া, প্রথমে তাঁর সব গয়না চুরি গিয়েছে বলে দাবি করলেও, পরে তিনি জানান, গয়নাগুলি তাঁর বাপের বাড়িতে রাখা আছে।

পুলিশি জেরায় মহিলার বয়ান বারবার বদলে যাওয়ায় পুলিশ কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। তদন্ত এক পাও এগোয়নি। এরপর, কয়েকজন মহিলা পুলিশ অফিসারকে দিয়ে তাঁকে জেরা করানো হয়। মহিলা পুলিশ আধিকারিকদের ঘন্টা দুয়েকের জেরার মুখে অভিযোগকারিনী আসল সত্যিটা প্রকাশ করেন। তিনি পুলিশকে জানান, তাঁর শ্বশুর এবং শাশুড়ি গত কয়েকদিন ধরেই তাঁর সোনা ও রুপোর গয়নাগুলি চাইছিলেন। সেই গয়না যাতে তাঁরা হাতিয়ে নিতে না পারেন, তার জন্যই তিনি ওই মিথ্যা কাহিনি তৈরি করেছিলেন। ভেবেছিলেন, গয়না ডাকাতি হয়ে গিয়েছে প্রতিষ্ঠা করতে পারলে, শ্বশুর-শাশুড়িকে আর গয়না দিতে হবে না। মহিলার এই চাঞ্চল্যকর স্বীকারোক্তির পর, পুলিশ এখন পুরো ঘটনাটি ফের নতুন করে খতিয়ে দেখছে।

ইজরায়েল যেন রাফায় অভিযান চালিয়ে বিপর্যয় না ডেকে আনে!
ইজরায়েল যেন রাফায় অভিযান চালিয়ে বিপর্যয় না ডেকে আনে!
বাংলার সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্তের রচনাকে নিয়ে এ কী মন্তব্য!
বাংলার সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্তের রচনাকে নিয়ে এ কী মন্তব্য!
কেন এ রাজ্যে ঘাঁটি গাড়ে জঙ্গিরা?
কেন এ রাজ্যে ঘাঁটি গাড়ে জঙ্গিরা?
দুনিয়ার সবচেয়ে দামী নির্বাচন, কত খরচ ভোটের বিরিয়ানিতে?
দুনিয়ার সবচেয়ে দামী নির্বাচন, কত খরচ ভোটের বিরিয়ানিতে?
প্রখর রোদে প্রসেনজিতের ব্যাপারে কী বললেন ঋতুপর্ণা?
প্রখর রোদে প্রসেনজিতের ব্যাপারে কী বললেন ঋতুপর্ণা?
মহা ফ্যাসাদে ইমন চক্রবর্তী, পাপ যে বেড়েই চলেছে তাঁর!
মহা ফ্যাসাদে ইমন চক্রবর্তী, পাপ যে বেড়েই চলেছে তাঁর!
বাবা নাকি মা কার মতো দেখতে বিরাট-অনুষ্কার ছেলেকে? প্রত্যক্ষদর্শী জানাচ
বাবা নাকি মা কার মতো দেখতে বিরাট-অনুষ্কার ছেলেকে? প্রত্যক্ষদর্শী জানাচ
ইজরায়েলের টার্গেটে ইরানের পরমাণু কেন্দ্র
ইজরায়েলের টার্গেটে ইরানের পরমাণু কেন্দ্র
১৯৫২ থেকে ২০২৪, গণতন্ত্রের নানা চড়াই-উতরাই, নির্বাচনের নানা অজানা গল্প
১৯৫২ থেকে ২০২৪, গণতন্ত্রের নানা চড়াই-উতরাই, নির্বাচনের নানা অজানা গল্প
পরমাণু কর্মসূচি বন্ধ করার বিবৃতি এনেছিল চিন, আর নিজেরাই তা অমান্য করছে
পরমাণু কর্মসূচি বন্ধ করার বিবৃতি এনেছিল চিন, আর নিজেরাই তা অমান্য করছে