Sharad Pawar: বিজেপির সঙ্গে হাত মেলালেই কেন্দ্রীয় মন্ত্রী? প্রাক্তন মুখ্যমন্ত্রীর দাবির জবাবে শরদ পওয়ার বললেন…

NCP Controversy: কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান দাবি করেন, শরদ পওয়ার ও অজিত পওয়ারের মধ্যে যে গোপন বৈঠক হয়েছে, তাতে শরদ পওয়ারকে কেন্দ্রীয় মন্ত্রী পদের প্রস্তাব দেওয়া হয়েছে।

Sharad Pawar: বিজেপির সঙ্গে হাত মেলালেই কেন্দ্রীয় মন্ত্রী? প্রাক্তন মুখ্যমন্ত্রীর দাবির জবাবে শরদ পওয়ার বললেন...
শরদ পওয়ার।Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Aug 17, 2023 | 8:24 AM

মুম্বই: কাকা-ভাইপোর সাক্ষাৎ নিয়ে প্রতিদিনই জলঘোলা বাড়ছে। গত এপ্রিলেই এনসিপি(NCP)-তে ভাঙন ধরিয়ে অজিত পওয়ার (Ajit Pawar) বিজেপি-শিবসেনা শাসিত মহারাষ্ট্র সরকারে যোগ দিয়েছিলেন। তারপর থেকে এনসিপির উপরে অধিকার কার, তা নিয়ে একাধিকবার বিরোধ হয়েছে দলের প্রতিষ্ঠাতা শরদ পওয়ার (Sharad Pawar) ও তাঁর ভাইপো অজিত পওয়ারের মধ্যে। বিষয়টি নির্বাচন কমিশন অবধি গড়িয়েছে। এরইমাঝে গত সপ্তাহে কাকা-ভাইপো গোপনে সাক্ষাৎ করেন এক ব্যবসায়ীর বাড়িতে। তারপর থেকেই জল্পনা, প্রবীণ নেতা শরদ পওয়ারকে বিজেপি(BJP)-তে টানার চেষ্টা করছেন অজিত পওয়ার। এর জন্য তাঁকে কেন্দ্রীয় মন্ত্রীর পদেরও প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও সেই জল্পনা উড়িয়ে দিয়েছিলেন শরদ পওয়ার। বুধবার সমালোচকদের মুখ বন্ধ করাতে প্রবীণ এনসিপি নেতা সাফ জবাব, তাঁকে কোনও কেন্দ্রীয় মন্ত্রী পদের প্রস্তাব দেওয়া হয়নি। আর দেওয়া হলেও তা তিনি গ্রহণ করতেন না।

সম্প্রতিই কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান দাবি করেন, শরদ পওয়ার ও অজিত পওয়ারের মধ্যে যে গোপন বৈঠক হয়েছে, তাতে শরদ পওয়ারকে কেন্দ্রীয় মন্ত্রী পদের প্রস্তাব দেওয়া হয়েছে। এর বদলে তাঁকে বিজেপির সঙ্গে হাত মেলাতে বলা হয়েছে।

বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এনসিপির প্রতিষ্ঠাতা শরদ পওয়ার বলেন, “ভাইপো অজিত পওয়ারের সঙ্গে সাক্ষাতে আমায় কোনও কেন্দ্রীয় মন্ত্রী পদের প্রস্তাব দেওয়া হয়নি। আমি জানি না প্রাক্তন মুখ্যমন্ত্রী কী বলেছেন। আমি অস্বীকার করছি না যে বৈঠক হয়নি। ওটা একটা গোপন বৈঠক ছিল এবং সেখানে কোনও রাজনৈতিক আলোচনা হয়নি। পরিবারের প্রধান হিসাবে আমি সদস্যদের সঙ্গে কথা বলেছি। আমায় কোনও ক্যাবিনেট পদের প্রস্তাব দেওয়া হয়নি। এগুলি সব ভিত্তিহীন দাবি।”

তিনি নিজেই পাল্টা প্রশ্ন করেন, “দলে আমি প্রবীণতম সদস্য। আমায় কে এই প্রস্তাব দেবে?”

উল্লেখ্য, গত ১২ অগস্ট পুণেতে অতুল চোরদিয়া নামক এক ব্যবসায়ীর বাড়িতে গোপনে বৈঠকে বসেছিলেন শরদ পওয়ার ও অজিত পওয়ার। ওই বৈঠকের পরই জল্পনা শুরু হয় যে অজিত পওয়ার তাঁর কাকা শরদ পওয়ারকে ইন্ডিয়া জোট ভেঙে বেরিয়ে আসতে ও বিজেপির সঙ্গে হাত মেলানোর জন্য রাজি করার চেষ্টা করছেন। শরদ পওয়ার নিজেও জানিয়েছিলেন, কিছু হিতাকাঙ্ক্ষী তাঁকে বিজেপির সঙ্গে হাত মেলানোর জন্য় বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু তাঁর এমন কোনও পরিকল্পনা নেই।