NIRF Rankings 2022: দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি মাদ্রাজ, সেরা বিশ্ববিদ্যালয়ের নিরিখে প্রথম দশেই যাদবপুর-কলকাতা

NIRF Rankings 2022: দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে ফের একবার মাদ্রাজের ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজিকেই বেছে নেওয়া হয়েছে। ইঞ্জিনিয়ারিং শাখার পাশাপাশি সর্বোপরি হিসাবেও মাদ্রাজ আইআইটিকেই সেরা বিশ্ববিদ্যালয় হিসাবে বেছে নেওয়া হয়েছে।

NIRF Rankings 2022: দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি মাদ্রাজ, সেরা বিশ্ববিদ্যালয়ের নিরিখে প্রথম দশেই যাদবপুর-কলকাতা
সেরা দশের তালিকায় রাজ্যের দুই বিশ্ববিদ্যালয়।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 15, 2022 | 1:43 PM

নয়া দিল্লি: আবারও স্বীকৃতি পেল রাজ্যের দুই বিশ্ববিদ্যালয়। শিক্ষার মানে দেশের সেরা প্রতিষ্ঠান কোনগুলি, তার তালিকা প্রকাশ করল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। সেই তালিকাতেই জায়গা করে নিল যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়। আজ, শুক্রবারই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) ন্যাশনাল ইন্সটিটিউশনাল র‌্যাঙ্কিং ফ্রেমওয়ার্কের (NIRF Ranking 2022) তালিকা প্রকাশ করেন। দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে ফের একবার মাদ্রাজের ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজিকেই বেছে নেওয়া হয়েছে। ইঞ্জিনিয়ারিং শাখার পাশাপাশি সর্বোপরি হিসাবেও মাদ্রাজ আইআইটিকেই সেরা বিশ্ববিদ্যালয় হিসাবে বেছে নেওয়া হয়েছে। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় তালিকায় চতুর্থ স্থান দখল করেছে। কলকাতা বিশ্ববিদ্যালয় রয়েছে অষ্টম স্থানে।

কেন্দ্রের তথ্য় অনুযায়ী, দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের শিরোপা দেওয়া হয়েছে আইআইটি মাদ্রাজকে। এই নিয়ে চতুর্থবার এই শিক্ষা প্রতিষ্ঠান সেরার তালিকায় প্রথম স্থান দখল করল। বিগত সাত বছর ধরে সেরা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের শিরোপাও রয়েছে আইআইটি মাদ্রাজের দখলেই। দেশের সেরা বিশ্ববিদ্যালয় হিসাবে প্রথম স্থান অধিকার করেছে ইন্ডিয়ান ইন্সটিটিউট অব সায়েন্স বা আইআইএস বেঙ্গালুরু। দেশের মধ্যে সেরা বিজনেস স্কুল আইআইএম আহমেদাবাদ। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে আইআইএম বেঙ্গালুরু ও  আইআইএম কলকাতা।

দেশের সেরা মেডিকেল কলেজ হিসাবে শীর্ষ স্থান দখল করেছে দিল্লির  অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্স বা  এইমস। চেন্নাইয়ের সবিতা ইন্সটিটিউট অব মেডিক্যাল অ্যান্ড টেকনিক্যাল সায়েন্সকে দেশের সেরা ডেন্টাল কলেজ হিসাবে নির্বাচিত করা হয়েছে।

দেশের সেরা ১০টি বিশ্ববিদ্যালয় হল-

১. ইন্ডিয়ান ইন্সটিটিউট অব সায়েন্স, বেঙ্গালুরু

২. জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, নয়া দিল্লি

৩. জামিয়া মিলিয়া ইসলামিয়া, নয়া দিল্লি

৪. যাদবপুর বিশ্ববিদ্য়ালয়, কলকাতা

৫.  অমৃত বিশ্ব বিদ্যাপিঠম, কোয়েম্বাটোর

৬. বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, বারাণসী

৭. মণিপাল অ্যাকাডেমি অব হায়ার এডুকেশন, মণিপাল

৮. কলিকাতা বিশ্ববিদ্য়ালয়, কলকাতা

৯. ভেলোর ইন্সটিটিউট অব টেকনোলজি, ভেলোর

১০. হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়।