
নয়া দিল্লি: কোথাও হাড় পড়ে রয়েছে। কোথাও মাংস। আর গোটা রাস্তায় শুধু রক্ত আর রক্ত। রাজধানী দিল্লিতে ঘটেছে হাড়হিম ঘটনা। বিস্ফোরণে কাঁপল দিল্লি। লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে পার্কিং লটে দুটি গাড়ি দাঁড়িয়েছিল। আর তা থেকেই বিস্ফোরণ। অতঃপর….আর তার বিরবণ দেওয়া দুষ্কর।
লালকেল্লা মেট্রো স্টেশন বরাবরই জনবহুল। লালকেল্লা দেখার জন্য পর্যটকদের যেমন ভিড় থাকে, তেমনই থাকে সাধারণ মানুষজনদের যাতায়াত। কিন্তু সোমবারের সন্ধে যেন অভিশপ্ত ছিল তাঁদের কাছে। আচমকা বিকট আওয়াজ। আর তারপর বিস্ফোরণ। একদিকে যেমন দাউদাউ করে জ্বলতে শুরু করে আগুন, তেমনই গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। পরে শুধুই চিৎকার আর কান্নার রোল। এরপর রাস্তার দিকে তাকালে গা শিউরে উঠবে।
এক প্রত্যক্ষদর্শী সংবাদসংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে জানালেন, “একটা বড় বিস্ফোরণ হয়েছে। আমরা দৌড়ে দূরে চলে যাই। দেখি কাটা হাত পড়ে আছে। ধ্বংসাস্তুপ পড়ে আছে। মানুষ ভাবতেই পারবে না এমন দৃশ্য। পড়ে আছে খাবলা-খাবলা মাংস। যা দেখেছি তা ভাষা প্রকাশ করতে পারব না।” জানা গিয়েছে, এ দিন জনবহুল জায়গায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পার্কিং লটের বাইরে রয়েছে বাড়ি ও দোকান। সেই ব্যস্ত সময়ে পার্কিং লটে ভিড় থাকাটা স্বাভাবিক। সেই জায়গায় বিস্ফোরণের ঘটনা ঘটেছ। এখনও পর্যন্ত জানা যাচ্ছে মৃত্যু হয়েছে অনেকের।