J&K Terrorist Attack: ফের উপত্যকায় জঙ্গি হামলা, পুলওয়ামায় বাঙালি শ্রমিকের উপরে চলল গুলি

J&K Terrorist Attack: আহত ওই শ্রমিক বাঙালি বলেই জানা গিয়েছে। তাঁর নাম মুনিরুল ইসলাম। তিনি উত্তর দিনাজপুরের বাসিন্দা।

J&K Terrorist Attack: ফের উপত্যকায় জঙ্গি হামলা, পুলওয়ামায় বাঙালি শ্রমিকের উপরে চলল গুলি
জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি অভিযান।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 02, 2022 | 2:06 PM

কাশ্মীর: ফের উপত্যকায় নিরীহ জনগণের উপরে হামলা জঙ্গিদের। জানা গিয়েছে, শুক্রবার সকালেই জম্মু-কাশ্মীরে এক পরিযায়ী শ্রমিকের উপরে গুলি চালায় জঙ্গিরা। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই শ্রমিক। আহত ওই শ্রমিক বাঙালি বলেই জানা গিয়েছে। তাঁর নাম মুনিরুল ইসলাম। তিনি উত্তর দিনাজপুরের বাসিন্দা। এদিন সকালে কাশ্মীরের পুলওয়ামায় ওই বাঙালি শ্রমিকের উপরে গুলি চালায়।

জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালেই কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলা চলে। এক পরিযায়ী শ্রমিকের উপরে গুলি চালায় জঙ্গিরা। হামলার পরই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় জঙ্গিরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত শ্রমিককে উদ্ধার করে এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জানা গিয়েছে, আহত শ্রমিকের নাম মুনিরু ইসলাম। তিনি পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের বাসিন্দা। কর্মসূত্রেই তিনি কাশ্মীরে থাকছিলেন। এদিন সকালে আচমকা ওই শ্রমিকের উপরে হামলা করে জঙ্গিরা। তাঁর উপরে গুলি চালানো হয়। আহত শ্রমিককে নিয়ে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে ওই শ্রমিকের অবস্থা স্থিতিশীল রয়েছে বলেই জানা গিয়েছে।

অন্যদিকে, জঙ্গিদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে।