নম্বর প্লেট ছাড়া গাড়ি চালনোর মাশুল, আসাদউদ্দিন ওয়েইসির চালককে জরিমানা করে পুরস্কৃত পুলিশকর্মী

Asaduddin Owaisi: কোনও রকম চাপের কাছে মাথা নত না করে ওয়েসির গাড়ির চালকের থেকে জরিমানা আদায় করে কর্তব্যে অবিচল থাকার যে নজির ওই পুলিশ কর্মী স্থাপন করেছেন, তাঁর সেই পেশাদারিত্বকে কুর্নিশ জানিয়ে তাঁকে ৫ হাজার টাকার নগদ পুরস্কার দেওয়া হয়েছে

নম্বর প্লেট ছাড়া গাড়ি চালনোর মাশুল, আসাদউদ্দিন ওয়েইসির চালককে জরিমানা করে পুরস্কৃত পুলিশকর্মী
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Nov 25, 2021 | 3:06 PM

নয়া দিল্লি: পুলিশকর্মীদের বিরুদ্ধে হামেশাই কর্তব্যে গাফিলতির অভিযোগ ওঠে। শাসকের চাপে হোক বা আর্থিক লেনদেনের কারণে পুলিশ কর্মীরা নিরপেক্ষ আচরণ করেন না বলেই ওঠে অভিযোগ। কিন্তু যাবতীয় নেতিবাচকতার মধ্যে এক ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করলেন এক পুলিশকর্মী। জনগণের মধ্যে এই ধারণাও প্রচলিত আছে, যে রাজনীতিবিদরা আইনের উর্ধ্বে। পুলিশকর্মীর পদক্ষেপ সেই ধারণাকেও বদলে দিল। এআইএমআইএম (AIMIM) প্রধান আসাদউদ্দিন ওয়েইসির (Asaduddin Owaisi) গাড়ির চালকে ২০০ টাকার জরিমানা করে দৃষ্টান্ত স্থাপন করলেন এক পুলিশ কর্মী। জানা গিয়েছে, ওই চালক ওয়েইসিকে সোলাপুর শহরে নিয়ে গিয়েছিলেন। বুধবার, পুলিশ জানিয়েছে ওই গাড়ির কোনও নম্বর প্লেট ছিলনা। মঙ্গলবার সোলাপুরে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলেঙ্গানার হায়দরাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ ওয়েইসি।

কোনও রকম চাপের কাছে মাথা নত না করে ওয়েইসির গাড়ির চালকের থেকে জরিমানা আদায় করে কর্তব্যে অবিচল থাকার যে নজির ওই পুলিশ কর্মী স্থাপন করেছেন, তাঁর সেই পেশাদারিত্বকে কুর্নিশ জানিয়ে তাঁকে ৫ হাজার টাকার নগদ পুরস্কার দেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছেন স্থানীয় থানার এক পুলিশ আধিকারিক।

ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন, “অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিন (All India Majlis-e-Ittehadul Muslimeen) দলের সভাপতি আসাদউদ্দিন ওয়েইসির বিলাসবহুল এসইউভি গাড়ি সোলাপুরের সদরবাজার গেস্ট হাউসে পৌঁছয়। এরপর গাড়ি থেকে নেমে বিশ্রাম নেওয়ার জন্য ওয়েসি গেস্ট হাউজে প্রবেশ করেন। ঠিক সেই সময়ই ডিউটিতে থাকা অ্যাসিস্টান্ট পুলিশ ইনস্পেক্টর রমেশ চিন্তনকিডি লক্ষ করেন যে ওই নেতার গাড়িতে কোনও নম্বর প্লেট নেই। এরপরেই গাড়ির চালককে জরিমানা দেওয়ার জন্য বলেন ওই পুলিশ কর্মী। এরপরেই দলের বেশ কিছু সমর্থক সেখানে জড় হন। খবর পেয়েই সেখানে আসেন সিনিয়র পুলিশ আধিকারিকরাও।”

জানা গিয়েছে, এরপরই ট্রাফিক ইনসপেক্টর চন্দ্রকান্ত ওয়াবলে ওই গাড়ির চালকের থেকে ২০০ টাকা জরিমানা আদায় করেন। জরিমানা আদায়ের পর তিনি বলেন, “সোলাপুরের পুলিশ কমিশনার হরিশ বাইজাল ওই এএসআইকে নগদ ৫ হাজার টাকা দিয়ে পুরস্কৃত করেন।”

আরও পড়ুন Subramaniam Swamy Criticize BJP: মমতার গুণগানের পরই মোদী সরকারকে ‘ব্যর্থ’ তকমা সুব্রহ্মণ্যম স্বামীর! বাড়ছে ঘাসফুলে যোগদানের জল্পনা

আরও পড়ুন Arvind Kejriwal vs Charanjit Singh Channi: ‘পঞ্জাবের আম আদমি কে জানেন?’, কেজরীবালকে পাল্টা জবাব মুখ্যমন্ত্রী চন্নির