Himanta Biswa Sarma: ‘প্রধানমন্ত্রী অমিত শাহ…’, মুখ ফস্কে বলে ফেললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত

Amit Shah: তবে কংগ্রেসের যাবতীয় অভিযোগ খারিজ করে দিয়েছে বিজেপি। শাসকদলের দাবি, মুখ ফস্কে এই কথা বলেছেন হিমন্ত।

Himanta Biswa Sarma: 'প্রধানমন্ত্রী অমিত শাহ...', মুখ ফস্কে বলে ফেললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত
ছবি: ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: May 13, 2022 | 12:54 PM

গুয়াহাটি: ক্ষমতায় আসার পর থেকেই উত্তর পূর্বের রাজ্যগুলির প্রতি বিশেষ নজর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। উত্তর পূর্বের রাজ্যগুলির মধ্যে অসমকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। কংগ্রেস থেকে আসা হিমন্ত বিশ্ব শর্মাকে (Himant Biswa Sarma) এক বছর আগেই মুখ্যমন্ত্রীয় দায়িত্ব দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। হিমন্ত যে মোদী-শাহ জুটির বিশেষ আস্থা ভাজন একথা সকলেই জানেন। তবে অসমের মুখ্যমন্ত্রী সম্প্রতি মুখ ফস্কে এমন কথা বলে ফেলেছেন যে, আকস্মিকভাবেই বিজেপির বিড়ম্বনা অনেকটাই বেড়ে গিয়েছে। এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ‘দেশের প্রধানমন্ত্রী’ ও নরেন্দ্র মোদীকে ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ হিসেবে সম্বোধন করেছেন হিমন্ত। হিমন্তের এই মন্তব্যই নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। অসমের শাসক দল বিজেপিকে এই প্রসঙ্গেই নিশানা করেছেন বিরোধী কংগ্রেস। মুখ্যমন্ত্রীর মন্তব্যের ওই ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে। কংগ্রেসের অভিযোগ বিজেপি তাদের ‘পরবর্তী প্রধানমন্ত্রী’-র মুখ বেছে নিয়েছেন।

তবে কংগ্রেসের যাবতীয় অভিযোগ খারিজ করে দিয়েছে বিজেপি। শাসকদলের দাবি, মুখ ফস্কে এই কথা বলেছেন হিমন্ত। অসম বিজেপির মুখপাত্র রূপম গোস্বামী এই প্রসঙ্গে বলেন, “অসমে কংগ্রেসের ভিত নষ্ট হয়ে গিয়েছে। বিজেপির সঙ্গে রাজনৈতিকভাবে লড়াই করার মতো কোনও অস্ত্র কংগ্রেসের কাছে নেই, সেই কারণে সাধারণ বিষয়কে ইস্যু করার চেষ্টা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মুখ ফস্কে এই কথা বলে ফেলেছেন, যে কারোর সঙ্গে এই ঘটনা ঘটতে পারে।” অহমীয়া ভাষায় বক্তব্য রাখার সময়ে মুখ ফস্কে ‘প্রধানমন্ত্রী অমিত শাহ’ এবং ‘স্বরাষ্ট্রমন্ত্রী নরেন্দ্র মোদী’ বলে ফেলেন প্রধানমন্ত্রী। বক্তব্যর ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে কংগ্রেস দাবি করতে থাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবেই অমিত শাহকে ‘প্রধানমন্ত্রী’ বলেছেন, ঠিক যেমন সর্বানন্দ সোনওয়াল মুখ্যমন্ত্রী থাকার সময় অসমের বিজেপি সাংসদ হিমন্ত বিশ্ব শর্মাকে মুখ্যমন্ত্রী বলেছিলেন। দ্বিতীয়বার অসম জয়ের পরই প্রত্যাশিতভাবেই হিমন্তকে মুখ্যমন্ত্রী করেছিল বিজেপি। অসম কংগ্রেস টুইট করে বলেছে, ‘অমিত শাহকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে প্রচার করার জন্যই এই মন্তব্য করেছেন হিমন্ত।’