Modi To B R Gavai: ‘দেশবাসী রেগে গিয়েছে…’, প্রধান বিচারপতিকে ফোন করে কেন এমন বললেন মোদী?

Modi Speaks With CJI: প্রধান বিচারপতির পাশেই বসে থাকা বিচারপতির চন্দ্রনকে ছুঁয়ে মাটিতে পড়ে যায় সেই জুতোটি। তড়িঘড়ি অভিযুক্তকে আটক করেন কর্তব্যরত নিরাপত্তারক্ষীরা। কিন্তু এই সবের মধ্য়েও মুহূর্তের জন্য বিচলিত হতে দেখা যায় না প্রধান বিচারপতিকে।

Modi To B R Gavai: দেশবাসী রেগে গিয়েছে..., প্রধান বিচারপতিকে ফোন করে কেন এমন বললেন মোদী?
বাঁদিকে দেশের প্রধান বিচারপতি গবাই, ডানদিকে প্রধানমন্ত্রী মোদীImage Credit source: PTI

|

Oct 07, 2025 | 6:53 AM

নয়াদিল্লি: সোমবার রাতেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গবাইকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খোঁজ নিলেন তাঁর। দেশবাসী যে রেগে গিয়েছে, সেই কথাও জানালেন তাঁকে। কিন্তু রাতবিরেতে হঠাৎ এই ফোনালাপ কেন?

এদিন সুপ্রিম কোর্ট সাক্ষী থাকল এক নাটকীয় মুহূর্তের। যা নিয়ে দিনভর বজায় থেকেছে টানটান উত্তেজনা। আদালত কক্ষে শুনানির মাঝেই দেশের প্রধান বিচারপতি বি আর গবাইকে লক্ষ্য করে জুতো ছুড়তে দেখা গেল এক প্রৌঢ় আইনজীবীকে। অবশ্য লক্ষ্যভেদ হয়নি। প্রধান বিচারপতির পাশেই বসে থাকা বিচারপতির চন্দ্রনকে ছুঁয়ে মাটিতে পড়ে যায় সেই জুতোটি। তড়িঘড়ি অভিযুক্তকে আটক করেন কর্তব্যরত নিরাপত্তারক্ষীরা। কিন্তু এই সবের মধ্য়েও মুহূর্তের জন্য বিচলিত হতে দেখা যায় না প্রধান বিচারপতিকে।

এরপরেই সোমবার সন্ধ্যায় প্রধান বিচারপতি গবাইয়ের সঙ্গে যোগাযোগ করেন প্রধানমন্ত্রী মোদী। আদালত চত্বরে এমন বেনজির ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এদিন নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘প্রধান বিচারপতি বি আর গবাইয়ের সঙ্গে কথা হয়েছে। তাঁর উপর হওয়া হামলার চেষ্টা প্রতিটি দেশবাসীকেই রাগিয়ে দিয়েছে। এই ধরনের ঘটনা সত্যি নিন্দনীয়। আমাদের সমাজে এই ধরনের কাজের কোনও স্থান হয় না।’

শুনানির মাঝে এমন হামলার চেষ্টা মুহূর্তের জন্য বিচলিত করেনি দেশের প্রধান বিচারপতিকে। বরং ওই ঘটনার পরেই শান্ত গলায় তিনি বেঞ্চকে বলেছিলেন, ‘এসবে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। এই ধরনের ঘটনা আমার উপর কোনও প্রভাব ফেলতে পারে না।’ গবাইয়ের এই তন্ময় আচরণের প্রশংসা করেছেন মোদীও। তাঁর কথায়, ‘এমন একটা পরিস্থিতিতে প্রধান বিচারপতি গবাইয়ের শান্ত ভাবে আচরণ সত্যি প্রশংসনীয়। এটাই স্পষ্ট ভাবে তুলে ধরে যে নিজের দায়িত্ব ও এই বিচারব্যবস্থার প্রতি তিনি কতটা দায়বদ্ধ।’