‘আত্মনির্ভর ভারত গড়ার বার্তা ছড়িয়ে দিতে হবে সন্তদেরই’, রাজস্থানে ‘স্ট্যাচু অফ পিস’ উন্মোচনের পর আর্জি মোদীর

TV9 বাংলা ডিজিটাল: ‘ভোকাল ফর লোকাল’, আত্মনির্ভর ভারত গড়ার জন্য সুর চড়ানোর বাণী ছড়িয়ে দিতে হবে দেশের সন্ন্যাসীদেরই। রাজস্থানে (Rajasthan) ‘শান্তি মূর্তি’ বা ‘স্ট্যাচু অফ পিস’ (Statue Of Peace) উন্মোচনের পর এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। জৈন সন্ন্যাসী আচার্য শ্রী বিজয় বল্লভ সুরিশ্বর জি মহারাজের ১৫১ তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী তাঁরই মূর্তি […]

'আত্মনির্ভর ভারত গড়ার বার্তা ছড়িয়ে দিতে হবে সন্তদেরই', রাজস্থানে 'স্ট্যাচু অফ পিস' উন্মোচনের পর আর্জি মোদীর
ফাইল ছবি।
Follow Us:
| Updated on: Nov 17, 2020 | 5:40 AM

TV9 বাংলা ডিজিটাল: ‘ভোকাল ফর লোকাল’, আত্মনির্ভর ভারত গড়ার জন্য সুর চড়ানোর বাণী ছড়িয়ে দিতে হবে দেশের সন্ন্যাসীদেরই। রাজস্থানে (Rajasthan) ‘শান্তি মূর্তি’ বা ‘স্ট্যাচু অফ পিস’ (Statue Of Peace) উন্মোচনের পর এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। জৈন সন্ন্যাসী আচার্য শ্রী বিজয় বল্লভ সুরিশ্বর জি মহারাজের ১৫১ তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী তাঁরই মূর্তি উন্মোচন করেন। ১৫১ ইঞ্চি মূর্তিটি তৈরি করা হয়েছে অষ্টধাতু দিয়ে। ১৮৭০-১৯৫৪ জীবনকালে আচার্য কঠোর কৃচ্ছসাধনার পাশাপাশি বিশ্ব শান্তি অহিংসার বাণী প্রচার করেছিলেন।

প্রধানমন্ত্রীর কথায়, আচার্য একজন দার্শনিক ও আধুনিক ভারতের শ্রষ্ঠা। মোদী বলেন, “গোটা দেশের জাতীয়তাবাদ জাগাতে আচার্যের অবদান অনস্বীকার্য।” তাঁর কথায়, “স্বধীনতা আন্দোলন সংগঠিত করতে সন্তদের একটা বড় ভূমিকা ছিল। দেশের তরুণ সমাজের কাছে তাঁরা বিশেষ বার্তাবহক। আত্মনির্ভর ভারত গড়ার মন্ত্র তাঁদেরকেই সমাজের কাছে ছড়িয়ে দিতে হবে।” প্রধানমন্ত্রী এদিন আচার্যের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “ধর্মকে কোনও কিছু দিয়েই বেঁধে রাখা যায় না। “