নয়া দিল্লি: অপেক্ষা আর কয়েক ঘণ্টার। তারপরই চাঁদের বুকে পা রাখবে ভারতের চন্দ্রযান। আজ, বুধবার সন্ধে ৬টা ৪ মিনিট নাগাদ ইসরোর পাঠানো মহাকাশযান চন্দ্রযান-৩ (Chandrayaan-3) চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে। ভারতের কাছে এটা অত্য়ন্ত গর্বের ও ঐতিহাসিক মুহূর্ত। কিন্তু এই দিনেই দেশে উপস্থিত নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকায় (South Africa) গিয়েছেন প্রধানমন্ত্রী। তবে দেশের জন্য এত বড় মুহূর্ত হাতছাড়া করতে রাজি নন প্রধানমন্ত্রী মোদী। দক্ষিণ আফ্রিকা থেকেই তিনি চাক্ষুষ করবেন চন্দ্রযান-৩ এর অবতরণ।
ব্রিকস সম্মেলনে যোগ দিতেই তিনদিনের দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকেই তিনি ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে চন্দ্রযান-৩ এর অবতরণের মুহূর্তের সাক্ষী থাকবেন। ইসরোর চন্দ্রাভিযানের সাফল্য কামনাও করেছেন তিনি।
আজ সন্ধে ৬টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান। ১৪ দিন চাঁদের মাটিতে নমুনা সংগ্রহ করবে ল্য়ান্ডার, যা চাঁদের সময় অনুযায়ী মাত্র একদিন। রাশিয়া, আমেরিকা ও চিনের পর ভারতই চতুর্থ দেশ হতে চলেছে যারা চাঁদের মাটিতে পা রাখবে। ইসরোর তরফে জানানো হয়েছে, এখনও অবধি পরিকল্পনামাফিকই এগোচ্ছে চন্দ্রযান-৩।
উল্লেখ্য, এর আগে ২০১৯ সালেও চাঁদের মাটিতে পৌঁছনোর চেষ্টা করেছিল ইসরো। কিন্তু সেই সময়ে অভিযান ব্য়র্থ হয়। চন্দ্রযান-২ এর ল্যান্ডার বিক্রমের ব্রেকিং সিস্টেম বিকল হয়ে যাওয়ায় তা চন্দ্রপৃষ্ঠে আছড়ে পড়ে। সেই সময়ে চন্দ্রাভিযান দেখার জন্য বেঙ্গালুরুতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অভিযান শেষ মুহূর্তে এসে ব্যর্থ হলেও, সকলকে অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। ইসরোর প্রাক্তন প্রধান কে শিবন কান্নায় ভেঙে পড়ায় তাঁকে জড়িয়ে ধরেছিলেন মোদী।