JNU: জেএনইউ পেল প্রথম মহিলা ভাইস চান্সেলার, নতুন দায়িত্বে প্রাক্তনী শান্তিশ্রী ধুলিপুড়ি পণ্ডিত

JNU: ১৯৬২ সালের ১৫ জুলাই রাশিয়ার সেন্ট পিটার্সবাগে জন্ম শান্তিশ্রী ধুলিপুড়ি পণ্ডিতের।

JNU: জেএনইউ পেল প্রথম মহিলা ভাইস চান্সেলার, নতুন দায়িত্বে প্রাক্তনী শান্তিশ্রী ধুলিপুড়ি পণ্ডিত
অধ্যাপিকা শান্তিশ্রী ধুলিপুড়ি পণ্ডিত। ছবি টুইটার।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 07, 2022 | 3:57 PM

নয়া দিল্লি: প্রথম মহিলা ভাইস চান্সেলর পেল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU)। অধ্যাপিকা শান্তিশ্রী ধুলিপুড়ি পণ্ডিতকে জেএনইউয়ের ভাইস চান্সেলার হিসাবে নিয়োগ করল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। মহারাষ্ট্রের সাবিত্রী ফুলে পুণে ইউনিভার্সিটির অধ্যাপিকা তিনি। এবার দায়িত্ব নেবেন জেএনইউ’র। প্রাক্তন ভাইস চান্সেলার অধ্যাপক এম জগদীশ কুমার বলেন, “আমার বলতে অত্যন্ত ভাল লাগছে পলিটিক্স ও পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের অধ্যাপক শান্তিশ্রী ধুলিপুড়ি পণ্ডিত জেএনইউয়ের পরবর্তী ভাইস চান্সেলার। তিনি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা ভাইস-চান্সেলার।” শান্তিশ্রী ধুলিপুড়ি পণ্ডিতকে নিয়োগ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। যিনি এই বিশ্ববিদ্যালয়ের ভিজিটর। আগামী পাঁচ বছরের জন্য এই পদে থাকবেন শান্তিশ্রী ধুলিপুড়ি পণ্ডিত। অন্যদিকে জগদীশ কুমার এবার থেকে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন বা ইউজিসি (UGC)-এর চেয়ারম্যান পদ সামলাবেন।

কে এই শান্তিশ্রী ধুলিপুড়ি পণ্ডিত

১৯৬২ সালের ১৫ জুলাই রাশিয়ার সেন্ট পিটার্সবাগে জন্ম শান্তিশ্রী ধুলিপুড়ি পণ্ডিতের। জেএনইউয়েরই প্রাক্তনী তিনি। এমফিল, পিএইচডি করেছেন স্কুল অব ইন্টারন্যাশনাল রিলেশনসে। তাঁর গবেষণা পত্র ছিল, ‘পার্লামেন্ট অ্যান্ড ফরেন পলিসি ইন ইন্ডিয়া-দ্য নেহরু ইয়ার্স’-এ। ১৯৮৮ সাল থেকে তিনি অধ্যাপনার সঙ্গে যুক্ত। গোয়া ইউনিভার্সিটিতে লেকচারার হিসাবে তাঁর কর্মজীবন শুরু করেন।

১৯৯২ সালে পুণে ইউনিভার্সিটিতে যোগ দেন। অধ্যাপনা, গবেষণার ক্ষেত্রে আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতি, গ্লোবাল গভর্ন্যান্স, সিকিউরিটি অ্যান্ড হিউম্যান রাইটস, পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ, ইন্ডিয়ান ফরেন পলিসির মতো বিষয়েই জোর দিয়েছেন তিনি। শান্তিশ্রী ধুলিপুড়ি পণ্ডিত এর আগে ইন্ডিয়ান কাউন্সিল অব সোশাল সায়েন্স রিসার্চ, দ্য ইউজিসি কমিটি অন হায়ার এডুকেশনেরও সদস্য ছিলেন। বর্তমানে ইন্ডিয়ান পলিটিকাল সায়েন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তিনি।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা