Rahul Gandhi on PM Modi Speech: ‘প্রধানমন্ত্রীর সার্টিফিকেট লাগবে না’, নেহরু প্রসঙ্গে জবাব দিলেন রাহুল

Rahul Gandhi on PM Modi Speech: সোমবার কংগ্রেসকে আক্রমণ করে দীর্ঘ বক্তব্য পেশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার তারই জবাব দিলেন রাহুল গান্ধী।

Rahul Gandhi on PM Modi Speech: 'প্রধানমন্ত্রীর সার্টিফিকেট লাগবে না', নেহরু প্রসঙ্গে জবাব দিলেন রাহুল
লোকসভায় রাহুল গান্ধী (ছবি সৌজন্যে - সংসদ টিভি)
Follow Us:
| Edited By: | Updated on: Feb 08, 2022 | 9:09 PM

নয়া দিল্লি : সংসদে দীর্ঘ বক্তব্য পেশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। মঙ্গলবারের সেই বক্তব্যের সিংহভাগ জুড়েই ছিল কংগ্রেসকে (Congress) আক্রমণ। নেহরুর বক্তব্য উদ্ধৃত করেও আক্রমণ শানিয়েছেন তিনি। বুধবার মোদীর সেই বক্তব্যের জবাব দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাঁর দাবি, প্রধানমন্ত্রী ভয় পেয়েছেন বলেই এ কথা বলছেন। নেহরু প্রসঙ্গে রাহুল গান্ধী বলেন, ‘আমার প্রপিতামহ দেশের জন্য কাজ করেছিলেন, দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। প্রধানমন্ত্রীর থেকে আমার প্রপিতামহের জন্য কোনও সার্টিফিকেট লাগবে না।’ পাশাপাশি, রাহুল গান্ধীর দাবি, তিনি সংসদে যে সব অভিযোগ তুলেছেন, সেগুলি গুরুত্ব দিয়ে দেখা উচিৎ মোদীর। বুধবার সংসদের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দাবি করেন তিনি।

প্রধানমন্ত্রীকে সার্টিফিকেট দিতে হবে না

মঙ্গলবারের বক্তব্যে বারবার নেহরুকে উদ্ধৃত করেন মোদী। শুধু তাই নয়, কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, ‘আপনারা তো বলেন আমি নেহরুর কথা বলি না। আজ আপনাদের মন ভরিয়ে দেব।’ তারই জবাবে এ দিন রাহুল গান্ধী সাফ জানান, উনি কংগ্রেস বা নেহরুকে অপামন করতেই পারেন, তাই বলে নিজের কাজটা যেন ভুলে না যান। রাহুল গান্ধী বলেন, ‘সবাই জানে আমার প্রপিতামহ দেশের জন্য কাজ করেছিলেন, দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। প্রধানমন্ত্রীর থেকে আমার প্রপিতামহের জন্য কোনও সার্টিফিকেট লাগবে না।’

‘তিনটি ইস্যু নিয়ে কথা বলেছিলাম’

এ দিন রাহুল গান্ধী বলেন, ‘আমি তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের উল্লেখ করেছিলাম। প্রথমত, প্রধানমন্ত্রী দুই পৃথক ভারত তৈরি করেছেন, একদিকে রয়েছেন ধনী ব্যক্তিরা, আর অন্যদিকে, একটা বড় অংশের মানুষ, যাঁদের কাছে কোনও আশার আলো নেই, বেকারত্ব আর মূল্যবৃদ্ধিতে যাঁরা জর্জরিত। দ্বিতীয়ত, মোদী দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করছে, আর মোদীর বিদেশনীতির কারণেই কাছাকাছি আসছে চিন ও পাকিস্তান।’ রাহুলের দাবি, প্রধানমন্ত্রী এর মধ্যে কোনও বিষয়কেই গুরুত্ব দিচ্ছেন না।

চিন প্রবেশ করছে, ভারতের জন্য মারাত্মক হতে পারে

চিন ইস্যুতে সতর্ক করে রাহুল গান্ধী বলেন, ‘আপনি এখনও ঘুমোচ্ছেন। চিন লাদাখে প্রবেশ করছে, আর সেই বিষয়টাকে আপনি অবহেলা করছেন। এটা দেশের জন্য খুব মারাত্মক।’ তিনি প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে আরও বলেন, ‘ভদ্রলোক তো নিজের কাজটাই বোঝেন না। আমি সরকাররে সতর্ক করছি, এখনই সজাগ হন।’

কোভিড ছড়িয়েছে কংগ্রেস!

প্রধানমন্ত্রী মঙ্গলবার সংসদে দাবি করেন, বিরোধীদের জন্যই কোভিড আরও বেশি ছড়িয়েছে। বিশেষত প্রথম ঢেউয়ের সংক্রমণের জন্য কংগ্রেসকে দায়ী করেন তিনি। বুধবার তারই প্রত্যুত্তরে রাহুল গান্ধী বলেন, ‘কোভিড মারাত্মক হতে পারে, এ বিষয়ে আমিই সতর্ক করেছিলাম, উনি শোনেননি। আজ আবার সতর্ক করছি, চিন- পাকিস্তান কাছকাছি আসছে। তাদের সম্পর্কের ক্ষতিকর প্রভাব পড়তে পারে দেশের ওপর।’

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা