NEW RBI Governor: টাকায় আর শক্তিকান্তের সই থাকবে না, এবার কে স্বাক্ষর করবেন?
NEW RBI Governor: আইএএস অফিসার হিসেবে ৩৩ বছরে একাধিক দায়িত্ব সামলেছেন সঞ্জয় মালহোত্রা। তার মধ্যে বিদ্যুৎ, অর্থ, কর, তথ্যপ্রযুক্তির মতো দফতর রয়েছে। রাজস্ব সচিব হওয়ার আগে আর্থিক পরিষেবা দফতরের সচিব ছিলেন তিনি। রাজ্য ও কেন্দ্রে অর্থ ও কর দফতরের সচিব হিসেবে দীর্ঘদিন দায়িত্ব সামলেছেন।
নয়াদিল্লি: আরবিআইয়ের নতুন গভর্নর হিসেবে দায়িত্ব নিচ্ছেন রাজস্ব সচিব সঞ্জয় মালহোত্রা। শক্তিকান্ত দাসের জায়গায় রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গভর্নর হচ্ছেন তিনি। আরবিআইয়ের বর্তমান গভর্নর শক্তিকান্ত দাসের মেয়াদ শেষ হচ্ছে আগামিকাল। বুধবার নতুন গভর্নর হিসেবে দায়িত্ব নেবেন সঞ্জয় মালহোত্রা। আগামী ৩ বছর এই পদে থাকবেন তিনি।
সঞ্জয় মালহোত্রা ১৯৯০ ব্যাচের রাজস্থান ক্যাডারের আইএএস অফিসার। কানপুরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েট তিনি। আমেরিকার প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক পলিসিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
আইএএস অফিসার হিসেবে ৩৩ বছরে একাধিক দায়িত্ব সামলেছেন সঞ্জয় মালহোত্রা। তার মধ্যে বিদ্যুৎ, অর্থ, কর, তথ্যপ্রযুক্তির মতো দফতর রয়েছে। রাজস্ব সচিব হওয়ার আগে আর্থিক পরিষেবা দফতরের সচিব ছিলেন তিনি। রাজ্য ও কেন্দ্রে অর্থ ও কর দফতরের সচিব হিসেবে দীর্ঘদিন দায়িত্ব সামলেছেন। প্রত্যক্ষ ও পরোক্ষ কর নীতি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সঞ্জয় মালহোত্রা। আগামী ৩ বছর রিজার্ভ ব্যাঙ্কের হাল ধরবেন তিনি। এবার থেকে টাকায় গভর্নর হিসেবে তাঁর স্বাক্ষর থাকবে।
অন্যদিকে, শক্তিকান্ত দাস ৬ বছর আরবিআইয়ের গভর্নর হিসেবে দায়িত্ব সামলেছেন। ৬ বছর আগে তৎকালীন গভর্নর উর্জিত প্যাটেল আচমকা পদত্যাগ করায় আরবিআইয়ের গভর্নর হন শক্তিকান্ত। করোনা এবং তার পরবর্তী সময়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি।