Ram Nath Kovind: ‘জাতীয় স্বার্থে পক্ষপাতমূলক রাজনীতির ঊর্ধ্বে উঠুন’, বিদায়বেলায় সাংসদদের স্পষ্ট বার্তা রাষ্ট্রপতি কোবিন্দের

President Ram Nath Kovind: সংসদের সেন্ট্রাল হলে সাংসদদের সামনে তাঁর বিদায়ী ভাষণে, রাজনৈতিক দলগুলিকে জাতীয় স্বার্থে পক্ষপাতমূলক রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশের মানুষের কল্যাণে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

Ram Nath Kovind: 'জাতীয় স্বার্থে পক্ষপাতমূলক রাজনীতির ঊর্ধ্বে উঠুন', বিদায়বেলায় সাংসদদের স্পষ্ট বার্তা রাষ্ট্রপতি কোবিন্দের
সংসদের সেন্ট্রাল হলে বিদায়ী ভাষণ দিচ্ছেন বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ
Follow Us:
| Edited By: | Updated on: Jul 23, 2022 | 7:35 PM

নয়া দিল্লি: সংসদের সেন্ট্রাল হলে সাংসদদের সামনে তাঁর বিদায়ী ভাষণে, রাজনৈতিক দলগুলিকে জাতীয় স্বার্থে পক্ষপাতমূলক রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশের মানুষের কল্যাণে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রবিবারই (২৪ জুলাই), দেশের রাষ্ট্রপতি হিসেবে তাঁর মেয়াদের শেষ দিন। তার আগের দিন, শনিবার (২৩ জুলাই) সংসদের সেন্ট্রাল হলে তিনি বললেন, ‘জাতীয় স্বার্থে পক্ষপাতমূলক রাজনীতির ঊর্ধ্বে উঠুন এবং জনগণের কল্যাণের জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত নিন।’ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে কাজ করার সুযোগ দেওয়ার জন্য দেশের নাগরিকদের তিনি ধন্যবাদ জানিয়েছেন।

এদিন বিদায়ী রাষ্ট্রপতি সংসদ ভবনকে ‘গণতন্ত্রের মন্দির’ বলে উল্লেখ করেছেন। শান্তি ও সম্প্রীতির মূল্যবোধের উপর জোর দিয়ে, সংসদীয় বিতর্কের সময় রাজনৈতিক দলগুলিকে গান্ধীবাদী দর্শন প্রয়োগের আহ্বান জানান তিনি। তিনি বলেন, ‘সংসদে বিতর্ক ও ভিন্নমতের অধিকার প্রয়োগ করার সময় সাংসদদের সর্বদা গান্ধীবাদী দর্শন অনুসরণ করা উচিত।’ গত বেশ কয়েকটি সংসদীয় অধিবেশনেই বিভিন্ন বিষয়ে বিরোধীদের বিক্ষোভের কারণে সংসদীয় কার্যক্রম ব্যাহত হয়েছে। নষ্ঠ হয়েছে সংসদের বেশ কিছু গুরুত্বপূর্ণ সময়। এই প্রেক্ষিতে বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

এদিন, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে বিদায় জানাতে সংসদের সেন্ট্রাল হলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার স্পিকার ওম বিড়লা-সহ লোকসভা ও রাজ্যসভার অধিকাংশ সাংসদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মন্ত্রী পরিষদ, বিদায়ী উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু এবং লোকসভার স্পিকার ওম বিড়লাকে তাঁর মেয়াদকালে তাঁদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান রাষ্ট্রপতি কোবিন্দ। তিনি বলেন, ‘রাষ্ট্রপতি হিসেবে আমি নিজেকে সর্বদা এক বৃহত্তর পরিবারের সদস্য বলে বিবেচনা করেছি। সকল সাংসদরাই এই পরিবারের সদস্য। যে কোনও পরিবারের মতো তাঁদের মাঝে পার্থক্য থাকতে পারে। তবে, দেশের বৃহত্তর স্বার্থের জন্য তাঁদের একসঙ্গে কাজ করা উচিত।’

গত সোমবার রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়েছেন দ্রৌপদী মুর্মু। সোমবার (২৫ জুলাই) ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন রাষ্ট্রপতি-নির্বাচিত এই আদিবাসী নেত্রী। ভারত পাবে প্রথম আদিবাসী রাষ্ট্রপতি। পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানিয়েছেন বিদায়ী রাষ্ট্রপতি কোবিন্দ। তাঁর মতে, তাঁর উত্তরসূরির নির্দেশনা থেকে ভারত উপকৃত হবে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, ‘আমি দ্রৌপদী মুর্মুকে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাই। দেশ তাঁর নির্দেশনা থেকে উপকৃত হবে।’