Tejaswi Yadav’s Birthday: জন্মদিনে ‘চাচা-ভাইপোর’ আলিঙ্গন, মঞ্চ থেকে বিজেপির কাছে ‘বিশেষ উপহার’ আবদার তেজস্বীর

Tejaswi Yadav's Birthday: আজ জন্মদিন ছিল আরজেডি নেতা তেজস্বী যাদবের। এদিন জন্মদিন উপলক্ষে তিনি বিজেপির কাছে বিশেষ উপহার চাইলেন।

Tejaswi Yadav's Birthday: জন্মদিনে 'চাচা-ভাইপোর' আলিঙ্গন, মঞ্চ থেকে বিজেপির কাছে 'বিশেষ উপহার' আবদার তেজস্বীর
ছবি সৌজন্যে : PTI
Follow Us:
| Edited By: | Updated on: Nov 09, 2022 | 10:26 PM

পটনা: আজ জন্মদিন ছিল বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের (Tejaswi Yadav)। আজ ৩৩ বছরে পা দিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। আর তাঁর জন্মদিনকে ঘিরে একটি সরকারি অনুষ্ঠানের জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানে পরিণত হল। আর এদিন জন্মদিন উপলক্ষে পটনায় একটি অনুষ্ঠানে তেজস্বীকে কয়েক মিনিট ধরে আলিঙ্গন করলেন নীতিশ কুমার। আর অনুষ্ঠানে উপস্থিত অন্যান্যদেরও তেজস্বীকে শুভেচ্ছা জানানোর আহ্বান জানান নীতীশ। তেজস্বীর ৩৩ তম জন্মদিন উপলক্ষে একাধিক শুভেচ্ছা বার্তাও পেয়েছেন তিনি। নিজের দলের পাশাপাশি প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল বিজেপির থেকেও পেয়েছেন শুভেচ্ছা বার্তা। এবার সেইসব বিজেপি নেতাদের কাছেই জন্মদিনের বিশেষ উপহারের আবদার করলেন তেজস্বী। রাজ্য়ের জন্য বিশেষ মর্যাদা দাবি করলেন তিনি।

এদিন একটি সরকারি অনুষ্ঠানে অংশ নেন আরজেডি নেতা। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সহ একাধিক নেতা। সেই অনুষ্ঠান থেকেই নিজের ইচ্ছে প্রকাশ করেন তেজস্বী। এই অনুষ্ঠানে বক্তৃতা রাখার সময় আরজেডি নেতা বলেছেন, ‘আজ আমার জন্মদিন।’ তারপরই সেখানে করতালির আওয়াজ শোনা যায় সেই অনুষ্ঠানে। তিনি বলতে থাকেন,’কিছু সাংবাদিক উল্লেখ করেছেন বিজেপির অনেকে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং জিজ্ঞাসা করেছেন আমি কোনও উপহার চাই কি না।’ তিনি আরও বলেন, ‘রাজ্যের জন্য বিশেষ মর্যাদা আমার কাছে সবথেকে বড় একটা উপহার হতে পারে। এর ফলে রাজ্যের যুবদের অনেক সুবিধা হবে।’

এদিন এই অনুষ্ঠানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও পঞ্চায়েতি রাজ বিভাগে কাজের জন্য নিয়োগপত্র দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেজস্বীর চাচা তথা রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তিনি অনুষ্ঠানে পৌঁছতেই তাঁর পা ছুঁয়ে আশীর্বাদ নেন তেজস্বী। এদিন নীতীশ কুমার বলেছেন, ‘আমার ইচ্ছে ছিল আজ তেজস্বীর জন্মদিনে এই দুই বিভাগে নিয়োগের পত্র দেওয়া হোক।’