বিশ্লেষণ: পর্ন দেখা অপরাধ নয়, তবে আর একটু এগোলেই আপনি ‘অপরাধী’, জেনে নিন ভারতের আইন

Pornography In India: ভারতে পর্নোগ্রাফি কি বেআইনি?

বিশ্লেষণ: পর্ন দেখা অপরাধ নয়, তবে আর একটু এগোলেই আপনি ‘অপরাধী’, জেনে নিন ভারতের আইন
গ্রাফিক্স: অভিজিৎ বিশ্বাস
Follow Us:
| Updated on: Jul 30, 2021 | 5:30 PM

১৯ জুলাই ২০২১। সোমবার। অভিনেত্রী শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামী তথা ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে (Raj Kundra) গ্রেফতার করে মুম্বই পুলিশ। অভিযোগ, ‘হটশটস’ (Hotshots) নামের একটি মোবাইল অ্যাপের জন্য পর্নোগ্রাফি (Pornography) বানিয়েছেন রাজ কুন্দ্রা। শুধু তাই নয়, সেই অ্যাপে রীতিমতো পর্নোগ্রাফির জোগানও দিতেন শিল্পার স্বামী। এক মহিলার (পুলিশ নাম প্রকাশ করেনি) অভিযোগের ভিত্তিতেই অ্যাডাল্ট ফিল্ম র‌্যাকেটের সঙ্গে যুক্ত থাকার অপরাধে রাজ কুন্দ্রাকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। পর্নোগ্রাফি মামলায় গত এক সপ্তাহ ধরে জেল হেফাজতেই রয়েছেন রাজ।

Raj Kundra Pornography Case

গ্রাফিক্স আর্টিস্ট : অভিজিৎ বিশ্বাস

জনপ্রিয় অভিনেত্রীর স্বামীর বিরুদ্ধে পর্নোগ্রাফি তৈরির অভিযোগ সামনে আসতেই সাড়া পড়ে গিয়েছে দেশে। প্রত্যেকেই সজাগ নজর রাখছেন এই মামলার গতি প্রকৃতির দিকে। কিন্তু, ভারতে কি পর্নগ্রাফি নিষিদ্ধ?

Porn Ban In India

গ্রাফিক্স: অভিজিৎ বিশ্বাস

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ:

২০১৫ সালে ভারতের শীর্ষ ন্যায়ালয় পর্নোগ্রাফি সংক্রান্ত একটি মামলার পর্যবেক্ষণে স্পষ্ট করে জানায়, ব্যক্তিগত পরিসরে পর্ন দেখা কখনই অপরাধ নয়।

Pornography In India

গ্রাফিক্স আর্টিস্ট : অভিজিৎ বিশ্বাস

সংবিধান ভারতের প্রত্যেক নাগরিককেই বাক স্বাধীনতা ও মতামত প্রকাশের অধিকার দিয়েছে। তবে এক্ষেত্রেও রয়েছে কিছু বিধিনিষেধ। অনুচ্ছেদ ১৯(২) অনুযায়ী ‘নৈতিকতা ও শালীনতা’-র মানদণ্ডে নাগরিকের মৌলিক অধিকার কিছু ক্ষেত্রে ‘খর্ব’ হতে পারে। সেই সূত্র ধরেই ২০১৫ সালে ৮৫৭টি পর্নসাইট নিষিদ্ধ করেছিল কেন্দ্র। আর এই নিষিদ্ধকরণের নেপথ্যে ছিল ‘নৈতিকতা ও শালীনতা’ বোধ।

পর্ন দেখা যদি অপরাধ না হয়, তাহলে কেন নিষিদ্ধ পর্নসাইট?

তথ্যের অধিকার আইনে (আরটিআই) আবেদনের মাধ্যমে ‘ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন’ জানতে পারে, এই নিষিদ্ধকরণের নেপথ্যে রয়েছে মূলত ৩টি কোর্ট অর্ডার। যার মধ্যে দু’টি মুম্বইয়ের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের। আর অন্যটি উত্তরাখণ্ড হাইকোর্টের।

Pornography

গ্রাফিক্স: অভিজিৎ বিশ্বাস

ভারতে ওয়েবসাইট ব্লক করার তিন পদ্ধতি:

এক. আদালতের নির্দেশ। দুই. তথ্য প্রযুক্তি আইনের ৬৯(এ) ধারা। এই আইন অনুযায়ী, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক কিংবা টেলিকমিউনিকেশন মন্ত্রক ওয়েবসাইট ব্লক করতে পারে। তিন. টেলিকমিউনিকেশন মন্ত্রক ইন্টারনেটে অশালীন কনটেন্ট চালাচালি ও প্রদর্শন বন্ধ করতে সরাসরি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে ওয়েবসাইট ব্লক করতে বলতে পারে। ভারতে এই নিয়মাবলী অনুসরণ করেই এয়ারটেল (Airtel), জিও (Jio), ভোডাফোন (Vodafone) পর্নসাইট ব্যান করে।

পর্নোগ্রাফি কি বেআইনি?

ভারতে পর্নোগ্রাফি নিয়ে নির্দিষ্ট কোনও আইন নেই। তবে ভারতীয় দণ্ডবিধির (Indian Penal Code, 1860) একাধিক ধারা ও ভারত সরকারে তথ্য প্রযুক্তি আইন (Information Technology Act, 2000) এবং POSCO (Protection Of Children From Sexual Offences ACT, 2012) আইনেই এই বিষয় সংক্রান্ত অপরাধের যাবতীয় বর্ণনা বিস্তারিতভাবে দেওয়া হয়েছে।

কখন অপরাধ?

IPC 292: অশ্লীল এমন কোনও বিষয় গণপরিসরে বই, ছবি আকারে প্রকাশ কিংবা প্রদর্শন অথবা বিক্রি করা। IPC 293: ২০ বছরের নীচে কাউকে অশ্লীল কোনও বিষয়ের বই, ছবি, ভিডিয়ো সিডি ইত্যাদি বিক্রি করা বা সেগুলে জনসমক্ষে প্রদর্শন করা। IPC 294: জনসমক্ষে যে কোনও রকমের অশ্লীল আচরণ। IPC 354: কোনও মহিলাকে তার ইচ্ছার বিরুদ্ধে পর্নোগ্রাফি দেখানো।

IT ACT: যৌন উত্তেজনাপূর্ণ অশ্লীল বিষয়ের প্রকাশানা, প্রচার ও আদানপ্রদান। IT ACT, 66E: গোপনীয়তা উল্লঙ্ঘন, সম্মতি ছাড়া কোনও ব্যক্তির ছবি তোলা, প্রকাশনা।

POSCO: শিশু পর্ন ভারতে পুরোপুরিভাবে নিষিদ্ধ, অবৈধ। POSCO, SEC 14: পর্নোগ্রাফিতে কোনও শিশুকে ব্যবহার করা। POSCO, SEC 15: শিশু পর্ন প্রদর্শন ও সংগ্রহ, দুই-ই ভারতে আইনত দণ্ডনীয় অপরাধ।

শাস্তি:

POSCO আইনে দোষ প্রমাণিত হলে দোষীর ৫ বছরের হাজতবাস সহ হতে পারে আর্থিক জরিমানা। তথ্য প্রযুক্তি আইন অনুযায়ী অভিযুক্তের দোষ প্রমাণ হলে ৫ বছরের জেল সহ ১০ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক জরিমানা হতে পারে।

কখন অপরাধ নয়?

ক. পর্ন দেখা ভারতে কোনও অপরাধ নয়। খ. পর্ন ডাউনলোড করে নিজের সংগ্রহে রাখাও কোনও অপরাধ নয় যদি না তা শিশু পর্নোগ্রাফি হয়।

যে সব দেশে পর্ন নিষিদ্ধ:

ইউরোপের দেশগুলোতেই পর্নোগ্রাফির রমরমা সব থেকে বেশি। আমেরিকা, ব্রিটেন ছাড়াও ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, সুইৎজারল্যান্ডের মতো দেশ নীল ছবির নেশায় বুদ।

Porography Ban

গ্রাফিক্স: অভিজিৎ বিশ্বাস

অন্যদিকে মধ্য প্রাচ্যের সিংহভাগ দেশেই পর্ন নিষিদ্ধ। ভিয়েতনাম থেকে শুরু করে তুরস্ক, ইরান, উগান্ডা, সিরিয়া, সৌদি আরব, উজবেকিস্তান, লিবিয়া, কুয়েত, সিরিয়ায় পর্ন অবৈধ। এশিয়ায় চিন, পাকিস্তান, বাংলাদেশে পর্ন পুরোপুরিভাব নিষিদ্ধ হলেও ভারতে এমন নির্দিষ্ট কোনও আইন নেই, যেখানে পর্নকে একেবারে অবৈধ বলা হয়েছে। তবে বলা চলে ‘আংশিক নিষিদ্ধ’।

Pornography In India

গ্রাফিক্স: অভিজিৎ বিশ্বাস

উল্লেখ্য, ২০১৬ থেকে ২০১৭ সালের মধ্যে প্রাথমিকভাবে অন্তত ৫০০টি পর্নসাইট নিষিদ্ধ করে কেন্দ্র। মূলত সাইবার ডিপার্টমেন্টের অভিযোগের ভিত্তিতেই এই নিষেধাজ্ঞা জারি হয়েছিল। পরবর্তীতে ২০১৮ সালে ৮৫৭টি ওয়েবসাইটকে পুরোপুরি ব্লক করে দেওয়া হয়। এই নিষিদ্ধকরণের মূলে ছিল ‘নৈতিকতা ও শালীনতা’র (Morality & Decency) প্রশ্ন। শীর্ষ ন্যায়ালয়ের চোখে যা ছিল ‘প্রয়োজনীয় পদক্ষেপ’।