Uddhav Thackeray on Kashmiri Pandits : ‘ঘরে ফেরার স্বপ্ন দেখানো হয়েছিল, কিন্তু…,’ কাশ্মীরি পণ্ডিত নিয়ে বিজেপিকে তোপ উদ্ধবের

Uddhav Thackeray : কাশ্মীরি পণ্ডিতদের সবরকম সাহায্য়ের আশ্বাস দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। এই প্রসঙ্গে তিনি বিজেপিকে তোপও দাগেন।

Uddhav Thackeray on Kashmiri Pandits : 'ঘরে ফেরার স্বপ্ন দেখানো হয়েছিল, কিন্তু...,' কাশ্মীরি পণ্ডিত নিয়ে বিজেপিকে তোপ উদ্ধবের
ছবি: ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jun 05, 2022 | 1:59 PM

মুম্বই : কাশ্মীরে রক্ত ঝরছে। গত কয়েক মাস ধরে প্রায় প্রতিদিনই জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা সামনে এসেছে। এর মধ্যে প্রাণ গিয়েছে দুই কাশ্মীরি পণ্ডিতদেরও। সরকারি অফিসে ঢুকে কাশ্মীরি পণ্ডিত রাহুল ভাটের খুনে উত্তাল হয়েছে কাশ্মীর। এই আবহে গতকাল সরকার ১৭৭ জন কাশ্মীরি পণ্ডিতকে শ্রীনগর থেকে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। এবার কাশ্মীরি পণ্ডিত নিয়ে মত প্রকাশ করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তিনি জানিয়েছেন, কাশ্মীরি পণ্ডিতদের সমর্থন করবে মহারাষ্ট্র সরকার। তাঁদের জন্য যা যা করা দরকার তা করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

কাশ্মীরি পণ্ডিতদের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়ার পাশাপাশি বিজেপিকেও আক্রমণ করেন শিবসেনা নেতা। তিনি বলেছেন, ‘আমরা তাঁদের পরিত্যাগ করব না। মহারাষ্ট্র কাশ্মীরি পণ্ডিতদের সমর্থন করবে। আমরা সম্ভাব্য সব সাহায্য প্রদান করব।’ তাঁর কথায়, ‘কাশ্মীরি পণ্ডিতদের বাছাই করে খুনের কারণে উপত্যকা ছেড়ে চলে যাচ্ছেন তাঁরা। তাঁদেরকে ঘরে ফেরানোর স্বপ্ন দেখানো হয়েছিল। কিন্তু তাঁদের মেরে ফেলা হচ্ছে।’ তিনি তারপর আশ্বাস দিয়েছেন, ‘১৯৯৫ সালে বাল ঠাকরে এবং তৎকালীন রাজ্য় সরকার শিক্ষাক্ষেত্রে কাশ্মীরি পণ্ডিতদের সংরক্ষণ দিয়েছিল। আমরা কাশ্মীরি পণ্ডিতদের নেতাদের সঙ্গে যোগাযোগ করেছি। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে তাঁদের জন্য আমার যা করা সম্ভব, আমি করব।’

প্রসঙ্গত, গত মে মাস থেকে এখনও পর্যন্ত উপত্যকায় কমপক্ষে আটজন নাগরিক জঙ্গি হামলায় মারা গিয়েছেন। সরকারি দফতরে ঢুকে কাশ্মীরি পণ্ডিত রাহুল ভাটের মৃত্যুতে পুনরায় উত্তেজনা ছড়িয়েছিল জম্মু ও কাশ্মীরে। তাঁর হত্যার পরই প্রায় ৬ হাজার জন কর্মী উপত্যকার বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখান। নিরাপত্তার অভাবের অভিযোগ তুলে তাঁরা নিজেদের বদলির দাবিতে সরব হয়েছিলেন। কিন্তু খুনের ঘটনা থামেনি। তারপরেও দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় জঙ্গিদের গুলিতে প্রাণ হারান এক শিক্ষিকা। তিনিও কাশ্মীরি পণ্ডিত ছিলেন। গত বৃহস্পতিবার একজন ব্যাঙ্ককর্মী ও এক পরিযায়ী শ্রমিক জঙ্গিদের গুলিতে নিহত হন। এই উদ্বেগজনক পরিস্থিতিতে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বৈঠক করেন কেন্দ্রীয়। এই বৈঠকে পরিযায়ী শ্রমিক ও কাশ্মীরি পণ্ডিতদের উপর নেমে আসা এই লাগাতার আক্রমণ রুখতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। তারপরই গতকাল কাশ্মীরি পণ্ডিতদের শ্রীনগর থেকে সরিয়ে নিয়ে আসার সরকারি নির্দেশ জারি হয়।