Job Reservations For Agniveers : অগ্নিবীরদের ‘চিন্তা’ দূর করতে বড় পদক্ষেপ প্রতিরক্ষা মন্ত্রকের, চাকরিতে সংরক্ষণের নির্দেশ রাজনাথের

Job Reservations For Agniveers : কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে কোনও শূন্যপদে নিয়োগের ক্ষেত্রে ১০ শতাংশ সংরক্ষণ থাকবে অগ্নিবীরদের জন্য। তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকের পর কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে টুইট করে এই বিষয়ে জানানো হয়েছে।

Job Reservations For Agniveers : অগ্নিবীরদের 'চিন্তা' দূর করতে বড় পদক্ষেপ প্রতিরক্ষা মন্ত্রকের, চাকরিতে সংরক্ষণের নির্দেশ রাজনাথের
ছবি সৌজন্যে : PTI
Follow Us:
| Edited By: | Updated on: Jun 18, 2022 | 4:10 PM

নয়া দিল্লি : দেশের তিন প্রতিরক্ষা বাহিনীতে ‘অগ্নিপথ’ প্রকল্পের অধীনে অস্থায়ী কর্মী নিয়োগের কথা ঘোষণা করা হয়েছিল কেন্দ্রের তরফে। তবে এই প্রকল্পের ঘোষণার পরদিন থেকেই দেশজুড়ে সহিংস বিক্ষোভ দেখা গিয়েছে। সবথেকে বেশি প্রতিবাদ-বিক্ষোভের ছবি দেখা গিয়েছে বিহার ও উত্তর প্রদেশে। গতকাল প্রতিবাদ বিক্ষোভে তেলঙ্গানায় একজনের মৃত্যুও হয়েছে। বিরোধীদের নিশানায়ও কেন্দ্রের এই প্রকল্প। এই উত্তেজনাময় পরিস্থিতিতে তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এই উচ্চ পর্যায়ের বৈঠকের পরই কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে টুইট করা হয়। সেই টুইটেই জানানো হয়েছে, ভারতীয় উপকূল রক্ষী বাহিনীতে অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ করা হবে। এর পাশাপাশি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের নিয়োগের ক্ষেত্রেও এই সংরক্ষণ নিয়ম মানা হবে বলে ঘোষণা করা হয়েছে।

এদিন টুইটে জানানো হয়েছে, ‘প্রতিরক্ষা মন্ত্রকে কোনও নিয়োগের ক্ষেত্রে যোগ্য ‘অগ্নিবীর’দের জন্য মোট শূন্যপদের ১০ শতাংশ সংরক্ষণের প্রস্তাবে অনুমোদন দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।’ টুইটে আরও জানানো হয়েছে, ‘এই ১০ শতাংশ সংরক্ষণ ভারতীয় উপকূল রক্ষী বাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রকের অসামরিক পদ ও প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে ১৬ টি পাবলিক সেক্টরে এই ১০ শতাংশের সংরক্ষণের নিয়ম বলবৎ হবে। ‘ উল্লেখ্য, ইতিমধ্যেই প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে নিয়োগের ক্ষেত্রে প্রাক্তন সেনাকর্মীদের জন্য় ১০ শতাংশের সংরক্ষণ ব্যবস্থা চালু রয়েছে। তবে অগ্নিবীরদের জন্য আলাদা করে আরও ১০ শতাংশ সংরক্ষের ব্যবস্থা করা হল বলে এদিন প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে।

টুইটে আরও বলা হয়েছে, ‘এই সুবিধাগুলি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় নিয়োগের নিয়ম নীতিতে প্রয়োজনীয় সংশোধন করা হবে। প্রতিরক্ষা ক্ষেত্রে পাবলিক সেক্টরগুলিকেও এই পরিবর্তন বাস্তবায়নের পরামর্শ দেওয়া হবে। বয়সসীমার ক্ষেত্রেও প্রয়োজনীয় ছাড় দেওয়ার জন্য নীতি গ্রহণ করা হবে।’