What India Thinks Today: সেনাদের রাজ্যগুলিতে কেন নেই ‘অগ্নিপথ’ বিক্ষোভ? বিরোধীদের তীব্র আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রীর

What India Thinks Today: শুক্রবার (১৭ জুন) TV9 নেটওয়ার্কের 'হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে' গ্লোবাল সামিটে অংশ নিয়ে হরদীপ সিং পুরি বলেছেন, অগ্নিপথ নিয়ে বিক্ষোভের আগুন লাগানোর জন্য বিরোধীরা একটি মিথ্যা আখ্যান তৈরি করেছেন।

What India Thinks Today: সেনাদের রাজ্যগুলিতে কেন নেই 'অগ্নিপথ' বিক্ষোভ? বিরোধীদের তীব্র আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রীর
কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরির নিশানায় বিরোধীরা
Follow Us:
| Edited By: | Updated on: Jun 20, 2022 | 11:30 PM

নয়াদিল্লি: সেনা, বায়ুসেনা এবং নৌসেনা নিয়োগের জন্য কেন্দ্রের নতুন অগ্নিপথ প্রকল্পের বাস্তবায়ন নিয়ে দেশব্যাপী প্রতিবাদ বিক্ষোভ চলছে। তার মধ্যেই এই হিংসাত্মক আন্দোলনের দায় বিরোধীদের উপরই চাপালেন কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরি। তাঁর মতে, এই প্রকল্প সম্পর্কে মিথ্যা ভাষণ তৈরি করেছে বিরোধী দলগুলি। আর তার ফলেই এই বিশৃঙ্খল বিক্ষোভ দেখা দিয়েছে। গত শুক্রবার (১৭ জুন) TV9 নেটওয়ার্কের ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’ গ্লোবাল সামিটে অংশ নিয়ে হরদীপ সিং পুরি বলেন, ‘আগুন লাগানোর জন্য একটি মিথ্যা আখ্যান তৈরি করা হয়েছে। কৃষক আইন নিয়েও বিভ্রান্তি ছড়িয়ে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল যে এমএসপি ব্যবস্থা শেষ হয়ে যাবে। অথচ আন্দোলন চলাকালীন, আগের বছরগুলির তুলনায় এমএসপি-তে কেনাকাটা বেশি হয়েছিল।’

কেন্দ্রীয় মন্ত্রী আরও দাবি করেন, সশস্ত্র বাহিনীতে যে রাজ্যগুলি থেকে সবথেকে বেশি মানুষ যোগ দেন, সেই রাজ্যগুলিতে ‘অগ্নিপথ’ প্রকল্প নিয়ে কোনও প্রতিবাদ আন্দোলন নেই। কেন এমনটা হচ্ছে, তা বিশ্লেষণ করার আহ্বানও জানিয়েছেন তিনি। হরদীপ সিং পুরি বলেন, ‘এই বিক্ষোভগুলি কি সশস্ত্র বাহিনীতে সর্বাধিক অবদান রাখে এমন রাজ্যগুলিতে হয়েছে? আমাদের এই অত্যন্ত আকর্ষণীয় বিশ্লেষণটি করা উচিত। শীর্ষ চারটি রাজ্যের তালিকা নিন, যারা সশস্ত্র বাহিনীতে সর্বাধিক অবদান রাখে। আপনি সেখানে এই ধরনের কোন প্রতিবাদ পাবেন না।’

পুরি আরও জানান, এই প্রকল্পটি তরুণদের সুবিধার জন্যই নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার। আর সেই কারণেই, যুবকদের দাবি মেনে প্রকল্পের নিয়মে কিছু পরিবর্তন করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা বয়সসীমা বাড়িয়েছি, আমরা অগ্নিবীরদের জন্য চাকরিতে সংরক্ষণের ব্যবস্থা করেছি। সরকার যদি এই প্রকল্প তরুণদের সঠিকভাবে ব্যাখ্যা করতে ব্যর্থ হয়, তাহলে ফের ব্যাখ্যা করা হবে। এই প্রতিবাদ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং সাজানো।’

চার বছরের মেয়াদের পর অগ্নিবীরদের পুনর্নিয়োগের বিষয়েও আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। হরদীপ সিং পুরি জানিয়েছেন, তাঁর মন্ত্রকের আওতাধীন বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ব সংস্থাও অগ্নিবীরদের নিয়োগের পরিকল্পনা করছে। তিনি বলেন, ‘আমার মন্ত্রকের অধীনে অনেক পিএসইউ এই লোকদের (অগ্নিবীরদের) নিয়োগ করতে চাইছে, কারণ আমরা এই দক্ষতাগুলি দেশ গঠনের কাজে ব্যবহার করতে পারি। কিন্তু একাংশের রাজনীতিবিদরা তাঁদের ব্যক্তিগত লাভের জন্য এই প্রকল্প সম্পর্কে ভুল তথ্য ছড়াচ্ছেন। আমরা যুবকদের এই প্রকল্প সম্পর্কে শিক্ষিত করব। এটি একটি দুর্দান্ত স্কিম।’