Prashant Kishor: বিহারে ভোটে প্রার্থী হবেন? জানিয়ে দিলেন প্রশান্ত কিশোর

Prashant Kishor would not contest election: বিহারের নির্বাচনের ফলাফল নিয়ে প্রশান্ত কিশোর বলেন, "যদি বিহারের নির্বাচনে জন সুরজ পার্টি জেতে, তাহলে দেশব্যাপী তার প্রভাব পড়বে। জাতীয় রাজনীতির ভরকেন্দ্র অন্য খাতে বইবে।" বিহারের নির্বাচনে তাঁর দল ভাল ফল করবে বলে আশাবাদী প্রশান্ত কিশোর। তিনি বলেন, "হয় আমরা ১০-র কম আসন পাব। নাহলে ১৫০-র বেশি আসনে জিতব। এর মাঝামাঝি কিছু হওয়ার সম্ভাবনা নেই।"

Prashant Kishor: বিহারে ভোটে প্রার্থী হবেন? জানিয়ে দিলেন প্রশান্ত কিশোর
নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে কী বললেন প্রশান্ত কিশোর?Image Credit source: PTI

Oct 15, 2025 | 10:45 AM

পটনা: বিহারে বিধানসভা নির্বাচনে তিনি কি প্রতিদ্বন্দ্বিতা করবেন? গত কিছুদিন ধরেই এই নিয়ে জল্পনা বাড়ছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটালেন স্বয়ং প্রশান্ত কিশোর-ই। জন সুরজ পার্টি(JSP)-র প্রতিষ্ঠাতা জানিয়ে দিলেন, বিহারে বিধানসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন না তিনি। দলই এই সিদ্ধান্ত নিয়েছে বলে তাঁর বক্তব্য।

রাঘোপুর আসনে আরজেডি-র তেজস্বী যাদবের বিরুদ্ধে প্রশান্ত কিশোর প্রার্থী হবেন কি না, তা নিয়ে কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। কিন্তু, সেই আসনে অন্য প্রার্থীর নাম ঘোষণা করেছে প্রশান্ত কিশোরের দল। তারপরই জল্পনা শুরু হয়, তাহলে কোন আসনে প্রার্থী হবেন JSP-র প্রতিষ্ঠাতা?

সেই জল্পনার অবসান ঘটিয়ে সংবাদসংস্থা পিটিআই-কে প্রশান্ত কিশোর বলেন, “দলের আরও বৃহৎ স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি আমি প্রার্থী হতাম, তাহলে প্রয়োজনীয় সাংগঠনিক কাজ থেকে আমার নজর সরে যেত।” দলের সবার সিদ্ধান্ত মেনেই রাঘোপুর আসনে তেজস্বী যাদবে অন্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে বলে তিনি জানান। ওই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্থানীয় ব্যবসায়ী চঞ্চল সিং।

বিহারের নির্বাচনের ফলাফল নিয়ে প্রশান্ত কিশোর বলেন, “যদি বিহারের নির্বাচনে জন সুরজ পার্টি জেতে, তাহলে দেশব্যাপী তার প্রভাব পড়বে। জাতীয় রাজনীতির ভরকেন্দ্র অন্য খাতে বইবে।” বিহারের নির্বাচনে তাঁর দল ভাল ফল করবে বলে আশাবাদী প্রশান্ত কিশোর। তিনি বলেন, “হয় আমরা ১০-র কম আসন পাব। নাহলে ১৫০-র বেশি আসনে জিতব। এর মাঝামাঝি কিছু হওয়ার সম্ভাবনা নেই।”

প্রসঙ্গত, ২ দফায় বিহারের ২৪৩টি আসনে নির্বাচন হবে। প্রথম দফার ভোটগ্রহণ ৬ নভেম্বর। ১১ নভেম্বর দ্বিতীয় দফার ভোটগ্রহণ। ভোটগণনা ১৪ নভেম্বর। বিহারে বিধানসভা নির্বাচনে প্রশান্ত কিশোরের দল কতটা ছাপ ফেলতে পারে, সেটাই এখন দেখার।