মালদহের হবিবপুরে প্রার্থী বদল তৃণমূলের। সরলা মুর্মুর বদলে প্রার্থী করা হল প্রদীপ বাস্কেকে। তৃণমূলের দাবি, শারীরিক অসুস্থতার জন্য সরে দাঁড়িয়েছেন সরলাদেবী। দল সেখানে প্রদীপ বাস্কেকে প্রার্থী করল। যদিও ইতিমধ্যেই এই ঘটনায় গেরুয়া-যোগের জল্পনা তৈরি হয়েছে। সূত্রের খবর, প্রার্থীপদ পেয়েও তৃণমূলে থাকতে চাইছেন না সরলা। বিজেপিতে যোগ দিতে চেয়ে তিনি নাকি
xবিজেপি সূত্রে খবর, ভোটের আগে বাংলায় ২০টি জনসভার পরিকল্পনা রয়েছে নরেন্দ্র মোদীর (Narendra Modi)।