CBI: এক বছরে রাজ্যের এক ডজন মামলার তদন্ত গিয়েছে সিবিআইয়ের হাতে

অতীতেও রাজ্যের অনেক মামলার তদন্তভার নিয়ে ছিল সিবিআই। কিন্তু গত এক বছরের সিবিআই-এর হাতে মামলা যাওয়ার হার অনেকটাই বেশি।

CBI: এক বছরে রাজ্যের এক ডজন মামলার তদন্ত গিয়েছে সিবিআইয়ের হাতে
ফাইল চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 02, 2022 | 8:00 AM

কলকাতা: গরুপাচার থেকে নিয়োগদুর্নীতি, ভোট পরবর্তী হিংসা থেকে চিটফান্ড। এ রাজ্যের একের পর এক মামলার তদন্তভার গিয়েছে সিবিআই-এর হাতে। অতীতেও রাজ্যের অনেক মামলার তদন্তভার নিয়ে ছিল সিবিআই। কিন্তু গত এক বছরের সিবিআই-এর হাতে মামলা যাওয়ার হার অনেকটাই বেশি। আদালতের নির্দেশেও বেশ কিছু মামলার তদন্ত ভার উঠেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে। তথ্য বলছে, গত এক বছরে ১২টি মামলার ভার পেয়েছে সিবিআই।

১৯ মে, ২০২১: ২০১৮ সালে ত্রিপুরা ভবনের একাংশে বেআইনি নির্মাণের অভিযোগ ওঠে কলকাতা পুরসভার বিরুদ্ধে। কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই মামলার তদন্তভার ১৯ মে, ২০২১ সালে যায় সিবিআই-এর হাতে।

৯ জুন, ২০২১: বালির তৃণমূল নেতা তপন দত্ত খুনে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে এই মামলার তদন্তভার ছিল সিআইডি-র হাতে। খুন হওয়ার নেতার পরিবারের লোকের দাবি মেনে সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত।

১৩ জুন, ২০২১: ২০১৬ সালে প্রকাশিত হয়েছিল টেট পরীক্ষার ফল। ২০১৭ সালে সেই পরীক্ষার দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ নিয়ে হওয়া মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।

১৯ অগস্ট, ২০২১: ভোট পরবর্তী হিংসা মামলার ভার সিবিআই-এর হাতে যায় আদালতের নির্দেশে।

২২ নভেম্বর, ২০২১: এসএসসি গ্রুপ-সি দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়।

২২ ফেব্রুয়ারি, ২০২২: হলদিয়া বন্দরে তোলাবাজি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এ নিয়ে সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ চাইলেও তা খারিজ হয়ে যায়।

২৮ ফেব্রুয়ারি, ২০২২: ২০১৬ সালে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের হয়েছিল। সেই মামলাতেও সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত।

২৫ মার্চ, ২০২২: বগটুই গণহত্যাকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের। রাজ্যের তৈরি বিশেষ তদন্তকারী দল এই মামলার তদন্ত করছিল। পরে সেই তদন্ত যায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে।

৪ এপ্রিল, ২০২২: পুরুলিয়ার কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় সিট গঠন করে রাজ্য। কিন্তু আদালতের নির্দেশে মামলার তদন্ত যায় সিবিআই-এর হাতে।

১৩ মে, ২০২২: নদিয়ার হাঁসখালির গণধর্ষণের তদন্তের ভার সিবিআই-কে দেয় হাইোকোর্ট।

এ ছাড়াও গরুপাচার, কয়লাপাচার, সারদা, নারদার মতো একাধিক বড় বড় মামলার তদন্ত গিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই-এর হাতে।