TET: ‘নিয়োগ দিন, নয় স্বেচ্ছামৃত্যু,’ ফের তীব্র বিক্ষোভ টেট প্রার্থীদের

Candidates agitation: অবিলম্বে চাই নিয়োগ। নাহলে স্বেচ্ছামৃত্যুর অনুমতি দেওয়া হোক। বৃহস্পতিবার দুপুর থেকে এমমনই দাবি নিয়ে বিকাশ ভবনের সামনে তীব্র আন্দোলনে চাকরি প্রার্থীরা।

TET: ‘নিয়োগ দিন, নয় স্বেচ্ছামৃত্যু,’ ফের তীব্র বিক্ষোভ টেট প্রার্থীদের
চাকরিপ্রার্থী ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jan 14, 2022 | 1:15 PM

কলকাতা: অবিলম্বে চাই নিয়োগ। নাহলে স্বেচ্ছামৃত্যুর অনুমতি দেওয়া হোক। বৃহস্পতিবার দুপুর থেকে এমমনই দাবি নিয়ে বিকাশ ভবনের সামনে তীব্র আন্দোলনে টেট (TET) প্রার্থীরা। আট বছর পরেও কেন নিয়োগ হল না, এই অভিযোগে তীব্র বিক্ষোভ শুরু করেন ২০১৪ সালের প্রাথমিক টেট উর্ত্তীর্ণরা। আন্দোলনকারীদের মুখে শোনা গেল নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগও।

কোনও হবু শিক্ষকের কোলে একরত্তি শিশু, কারও হাতে পোস্টার, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তাঁরা জড়ো হয়েছেন সল্টলেকের আচার্য প্রফুল্ল চন্দ্র ভবনের সামনে। চাকরি প্রার্থীদের দাবি, তাঁরা টেট উর্ত্তীর্ণ হয়েছেন, ডিএলএড রয়েছে, তার পরেও দীর্ঘদিন ধরে তাঁরা বঞ্চিত। শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ করে প্রতিবাদে মুখর হয়েছেন এঁরা। তাঁদের বক্তব্য়, বারবার সরকারের দ্বারস্থ হয়েও কাজের কাজ কিছু হয়নি। এমতাবস্থায় তাঁরা বাধ্য হয়েছেন আন্দোলনে নামতে। উঠল এই বিষয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিও।

এক চাকরিপ্রার্থীর কথায়, বৃদ্ধা মা একা তাঁত বুনে সংসার চালিয়েছেন। তাঁদের ভাইবোন দের শিক্ষিত করেছেন। তাঁরা সবাই চাকরির পরীক্ষার পাশও করেছেন। কিন্তু কেউ এখনও চাকরি পাননি। তাঁর প্রশ্ন, ‘এত পড়াশোনা করলাম কেন?’ একই অভিযোগ অন্যান্য চাকরিপ্রার্থীরও। ‘এবার নিয়োগ দিতেই হবে’, ‘২০১৪ টেট পাশ নট ইনক্লুডদের অবিলম্বে নিয়োগ চাই,’ ‘দিদি আপনি নিয়োগ দিন,’- এমনই নানা পোস্টার দেখা যায় আন্দোলনকারীদের হাতে।

বারবার আদালতে উঠেছে এসএসসি মামলা। আবার উঠেছে প্রাইমারি নিয়োগ নিয়ে অস্বচ্ছতার অভিযোগ। অন্যদিকে সদ্য এসএসসি-র চেয়ারম্যান বদল হয়েছে। এতদিন শুভশঙ্কর সরকার এসএসসির চেয়ারম্যান পদে ছিলেন। তিনি জানান, তাঁর সময়ে এসএসসি নিয়োগে কোনও অনিয়ম হয়নি। তবে নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ করার ব্যাপারেও অভিমত জানান। অন্যদিকে নতুন চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনিও জানান, নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করতে হবে। আর এদিনই বিকাশ ভবনের অদূরে হবু প্রাথমিক শিক্ষকরা আন্দোলনে মুখর হলেন।

এদিকে করোনা অবস্থায় এমন জমায়েত ও আন্দোলন ঠেকাতে পথে নামে পুলিশ। তারা আন্দোলনকারীদের কাছে আবেদন করছেন দাবিদাওয়া নিয়ে এসএসসি কর্তাদের সঙ্গে দেখা করুন। আন্দোলনকারীদের তরফেও শোনা যাচ্ছে, স্বারকলিপি নিয়ে তাঁরা আচার্য প্রফুল্ল চন্দ্র ভবনে যাচ্ছেন।

আরও পড়ুন: Ward 31 Block AE Election Result 2022: বিধাননগরের পুরভোটে জোড়াফুলের তুরুপের তাস সব্যসাচী

আরও পড়ুন: Bidhannagar Municipal Election 2022: ফের দিলীপের প্রচারে বাধা, ভেসে এল গ্রেফতারির হুঁশিয়ারিও, পাল্টা ‘ধামাকাদার’ প্রচারের চ্যালেঞ্জ বিজেপি নেতার

আরও পড়ুন: Municipality Election Calcutta High Court: বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? একে অন্যের কোর্টে বল ঠেলল কমিশন-রাজ্য! স্থগিত ‘পুর’ রায়দান