21st July Rally: আজ তো বেরোতেই হচ্ছে, যাবেন কোন রাস্তায়? কলকাতার কোন কোন রাস্তা বন্ধ, কোনটা ওয়ানওয়ে?

21st July Rally: শিয়ালদহ থেকে মৌলালি হয়ে এস এন ব্যানার্জি রোড ধরে ধর্মতলামুখী পরের পর মিছিল শুরু হয়ে গিয়েছে। এস এন ব্যানার্জি রোড দিয়ে যান চলাচল বন্ধ হয়েছে ভোর ৬টা থেকেই।

21st July Rally: আজ তো বেরোতেই হচ্ছে, যাবেন কোন রাস্তায়? কলকাতার কোন কোন রাস্তা বন্ধ, কোনটা ওয়ানওয়ে?
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jul 21, 2022 | 9:41 AM

কলকাতা: একুশের সমাবেশকে । শিয়ালদহ থেকে মৌলালি হয়ে এস এন ব্যানার্জি রোড ধরে ধর্মতলামুখী পরের পর মিছিল শুরু হয়ে গিয়েছে। এস এন ব্যানার্জি রোড দিয়ে যান চলাচল বন্ধ হয়েছে ভোর ৬টা থেকেই। জনস্রোত এস এন ব্যানার্জি রোডে। আপনাকে তো কাজে যেতেই হবে, যাবেন কোন পথে? কোন কোন রাস্তায় মিছিল আছে জানেন? কোন কোন রাস্তা ওয়ানওয়ে? দেখে নিন।

জেলা থেকে থিকথিকে ভিড় ঢুকছে কলকাতায়। নড়াচড়ার জায়গা পাওয়া যাচ্ছে না। ভিড়ের আশঙ্কায় বহু স্কুলই ছুটি ঘোষণা করেছে।

রুট ১ হাজরা মোড়,জওহর লাল নেহেরু রোড হয়ে ধর্মতলা মিছিল যাবে।

রুট ২ হাওড়া ব্রিজ, স্ট্র্যান্ড রোড, কিংসওয়ে, মেয়ো রোড, বেন্টিঙ্ক স্ট্রিট হয়ে মিছিল যাবে ধর্মতলায়।

রুট ৩ শ্যামবাজার, বিধানসরণি, কলেজ স্ট্রিট, চিত্তরঞ্জন অ্যাভিনিউ হয়ে ধর্মতলা।

রুট ৪ পার্কসার্কাস, ফিলিপ্স মোড়, সিআইটি রোড, মৌলালি, এস এন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলায় মিছিল ঢুকবে।

রুট ৫ বিড়লা তারামণ্ডল, জওহরলাল নেহেরু রোড, বেন্টিক স্ট্রিট হয়ে ধর্মতলা।

রুট ৬ গিরিশ পার্ক, চিত্তরঞ্জন অ্যাভিনিউ হয়ে ধর্মতলায় পৌঁছবে মিছিল।

কলকাতার বেশ কিছু রাস্তা ওয়ানওয়ে। ভোর চারটে থেকে রাত একটা পর্যন্ত থাকবে ওয়ানওয়ে।

আমর্হাস্ট স্ট্রিট, উত্তর থেকে দক্ষিণ। কলেজ স্ট্রিট দক্ষিণ থেকে উত্তর, ব্রেবর্ন রোড উত্তর থেকে দক্ষিণ, স্ট্র্যান্ড রোড হেয়ার স্ট্রিট থেকে উডমান্ড রোড (দক্ষিণ থেকে উত্তর)। বিবি গাঙ্গুলি স্ট্রিট পূর্ব থেকে পশ্চিম। বেন্টিক স্ট্রিট দক্ষিণ থেকে উত্তর। নিউ সিআইটি রোড পশ্চিম থেকে পূর্ব। রবীন্দ্র সরণি বিকে পাল অ্যাভিনিউ থেকে লালবাজার। দক্ষিণ থেকে উত্তর।